পুলিশ এসে কিশোরটির ঘর থেকে একটি আঁকা উদ্ধার করেছে।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনলাইন গেমের নেশাই কাল! ১৪ তলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু হয়েছে এক ষোলো বছরের কিশোরের। তার বাবা-মায়ের সন্দেহ কোনও অনলাইন গেমের ‘টাস্ক’ পূরণ করতে গিয়েই এই কাণ্ড ঘটিয়েছে ছেলে। কারণ দিনের বেশিরভাগ সময়ই সে বুঁদ হয়ে থাকত বিভিন্ন গেমে। ঘটনার তদন্ত করছে পুলিশ।
দিন দুয়েক আগে ঘটনাটি ঘটে পুণের কিওয়ালে এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃত কিশোর দশম শ্রেণির ছাত্র ছিল। এদিন নিজের ঘরেই ছিল সে। কিন্তু হঠাৎ ওই ঘরের ১৪ তলার বারান্দা থেকে ঝাঁপিয়ে পড়ে সে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। খবর দেওয়া হয় থানায়। পুলিশ এসে কিশোরটির ঘর থেকে একটি আঁকা উদ্ধার করে। যেখানে ঘর থেকে বারান্দার পর্যন্ত আঁকা। তার পর ঝাঁপ দেওয়ার নির্দেশ রয়েছে। সেই দেখেই সন্দেহ হয় পুলিশের।
মঙ্গলবার মৃতের বাবা-মা পুলিশকে জানিয়েছে, অনলাইন গেমের শর্ত পূরণ করতে গিয়েই ছেলে এই পথ বেছে নিয়েছে। গত কয়েকদিন ধরে গেমের নেশায় খুবই আসক্ত হয়ে পড়েছিল সে। বেশিরভাগ সময় ল্যাপটপ, মোবাইলে মুখ গুঁজে বসে থাকত। ওর আচরণেও পরিবর্তন এসেছিল। আগে ওই বারান্দায় যেতেই ভয় পেত তাঁদের ছেলে। গেমের নেশায় কোনও কিছু না ভেবে সেই বারান্দা থেকেই ঝাঁপ দিয়ে দেয় সে। এখনও কিশোরটির ল্যাপটপ ও মোবাইলের পাসওয়ার্ড জানার চেষ্টা করছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.