Advertisement
Advertisement

মোদি ম্যাজিকেই উত্তরপ্রদেশে বিজেপির পাল্লা ভারী, দাবি বুকিদের

বাজি ধরার বাজারের এই অনুমানে কতটা জোর আছে?

Bookies claims BJP will win in Uttar Pradesh for Modi Magic
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 23, 2017 3:50 am
  • Updated:February 23, 2017 3:50 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখনও বেশ কয়েক দফা নির্বাচনের বাকি। কোন পক্ষে কত ভোট পড়ছে কেউ জানেন না। ভরসা কেবল জনতা। আর আশা অনুমান। এই অনুমানের উপর ভিত্তি করেই উত্তরপ্রদেশের চলতি বিধানসভা নির্বাচনে বিজেপির উপর বাজি ধরে বসে আছে বুকিরা। বুকিদের ধারণা, মোদি ম্যাজিকের জোরেই উত্তরপ্রদেশে নাকি ক্ষমতায় আসতে পারে বিজেপি।

সেনা কনভয়ে জঙ্গি হামলা, নিহত তিন জওয়ান

Advertisement

শুরুতে অবশ্য এমনটা ছিল না। পেশাদার এক বুকির দাবি, ফেব্রুয়ারি মাসের ৬ তারিখে কংগ্রেস ও সমাজবাদী পার্টিরই পাল্লা ভারী ছিল। ২২০টি আসন জিতবে জোট। এই সম্ভাবনাতেই বাজি ধরছিলেন সকলে। বিজেপির প্রাপ্তি হিসেবে সেখানে ধরা ছিল মাত্র ৯৭টি আসন। কিন্তু,  সম্প্রতি বিজেপির পাল্লা ভারী হতে শুরু করেছে। ফেব্রুয়ারি মাসের ২১ তারিখ বিজেপির প্রাপ্ত আসন সংখ্যা ১৬১ ধরা হচ্ছে আর সপা-কংগ্রেস জোটের প্রাপ্ত আসন সংখ্যা ১৫০ হতে পারে অনুমান করা হচ্ছে।

ইসরোর সাফল্য সেলিব্রেট করতে এমনটাই করল পিৎজা হাট

বাজি ধরার বাজারে বিজেপির পাল্লা ভারী হওয়ার কারণ হিসেবে মোদি ম্যাজিককেই ধরা হচ্ছে। সম্প্রতি উত্তরপ্রদেশের এক নির্বাচনী প্রচারে গিয়ে মোদি বলেন, গ্রামে কবরস্থান তৈরি হলে শ্মশানও তৈরি হবে। সর্বধর্ম সমন্বয়ের মোদির এই বার্তার পরই বিজেপির আসনের সংখ্যা বাড়তে থাকে। অন্যদিকে অখিলেশ যাদব সম্প্রতি মোদির জন্মস্থান গুজরাটকে কটাক্ষ করে ‘গাধা’ বলেছেন। আর তাঁর এই মন্তব্য ভোটারদের মধ্যে খারাপ প্রভাব ফেলেছে বলেই মনে করছেন বুকিরা। সেই কারণেই জোটের ভোট কমে যাচ্ছে বলে ধারণা তাদের।

অবশ্য বুকিদের অনুমান সবক্ষেত্রে যে সত্যি হয় তা নয়। কিছু ক্ষেত্রে তা মিলে যায়, কিছু ক্ষেত্রে মিথ্যে অনুমানে পরিণত হয়। এক্ষেত্রে কী হবে, তা জানা যাবে মার্চ মাসের ১১ তারিখ।

নিউ ইয়র্কের দেওয়ালে ফুটে উঠেছে ট্রাম্প-পুতিনের ‘প্রেমকাব্য’

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement