Advertisement
Advertisement
Bombay High court

‘স্কুল নিরাপদ না হলে শিক্ষার অধিকার অর্থহীন’, বদলাপুর কাণ্ডে আদালতের তোপে মহারাষ্ট্র পুলিশ

মহারাষ্ট্রের স্কুলে দুই শিশুকন্যাকে যৌন নির্যাতনের ঘটনা স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছে বম্বে হাই কোর্ট।

Bombay High court slams police on harassment of kids in school

প্রতীকী ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:August 22, 2024 1:26 pm
  • Updated:August 22, 2024 2:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রের স্কুলে দুই শিশুকন্যাকে যৌন নির্যাতনের ঘটনা স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছে বম্বে হাই কোর্ট। সেই মামলার শুনানি চলাকালীন বিচারপতির প্রশ্ন, যদি স্কুলেই নিরাপত্তা না থাকে তাহলে শিক্ষার অধিকার নিয়ে এত আলোচনা করে কী হবে? দুই শিশুর যৌন নির্যাতন নিয়ে অভিযোগ দায়ের করতেও কেন দেরি করল পুলিশ, সেই নিয়ে তোপ দেগেছে বম্বে হাই কোর্টের বেঞ্চ।

গত ১৬ আগস্ট ঠানের বদলাপুরের একটি ইংরেজি মাধ্যম স্কুলের শৌচালয়ে দুই খুদে পড়ুয়ার উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগ ওঠে। অভিযুক্ত স্কুলেরই ২৩ বছরের সাফাইকর্মী। এই ঘটনায় থানায় শিশুর পরিবার অভিযোগ জানাতে গেলে পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ ওঠে। দীর্ঘ ১২ ঘণ্টা পরে অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। পুলিশি নিষ্ক্রিয়তার ঘটনা প্রকাশ্যে আসতেই ফুঁসে ওঠে জনতা।

Advertisement

[আরও পড়ুন: মর্মান্তিক! সাইকেলে জড়াল বিদ্যুতের খোলা তার, স্কুল থেকে ফেরার পথে মৃত্যু পড়ুয়ার

গোটা ঘটনাটি ধামাচাপা দিয়ে বিজেপি নেতাকে আড়াল করার চেষ্টা চলছে বলে অভিযোগ তুলেছেন বিরোধীরা। সরব হন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। এহেন পরিস্থিতিতে বদলাপুরের ঘটনা নিয়ে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে বম্বে হাই কোর্ট। বৃহস্পতিবার শুনানি শুরু হতেই বিচারপতিদের বেঞ্চের তোপের মুখে পড়ে স্থানীয় পুলিশ। রেবতী মোহিরা দেরে এবং পৃথ্বীরাজ চাবনের বেঞ্চ জানায়, এই পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ।

তার পরেই বেঞ্চের প্রশ্ন, “যদি স্কুলেই শিশুরা নিরাপদ না থাকে তাহলে শিক্ষার অধিকার নিয়ে এত কথা বলে কী লাভ? কেনই বা অভিযোগ পাওয়া সত্ত্বেও সেটা নথিভুক্ত করল না পুলিশ? স্কুল কর্তৃপক্ষ সমস্ত ঘটনা জেনেও কেন পকসোর আওতায় অভিযোগ দায়ের করেনি?” দীর্ঘ টালবাহানার পরে পুলিশ অভিযোগ দায়ের করলেও কেন স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা হল না, সেই প্রশ্নও তুলেছে উচ্চ আদালত। সবশেষে আদালতের পর্যবেক্ষণ, পুলিশ আদতে কোনও কাজই করেনি। সিট গঠন হলেও তাদের কাছে সমস্ত তথ্য পাঠায়নি পুলিশ। বরং আদালতের থেকে তথ্য গোপনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

[আরও পড়ুন: দেশের বোর্ড পরীক্ষায় ফেল ৬৫ লক্ষ পড়ুয়া! ‘ব্যর্থতায়’ এগিয়ে রাজ্য বোর্ডগুলো, রিপোর্ট কেন্দ্রের

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement