Advertisement
Advertisement

Breaking News

Bombay High Court

পুত্রবধূকে মেঝেতে ঘুমোতে বাধ্য করা, টিভি দেখতে না দেওয়া নিষ্ঠুরতা নয়: বম্বে হাই কোর্ট

বধূ নির্যাতনের মামলায় মৃতার স্বামী ও শ্বশুরবাড়ির লোকেদের দোষী সাব্যস্ত করেছিল নিম্ন আদালত।

Bombay High Court Says Making daughter-in-law sleep on carpet, prohibiting TV not cruelty
Published by: Kishore Ghosh
  • Posted:November 9, 2024 4:31 pm
  • Updated:November 9, 2024 4:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘নিষ্ঠুরতা’র সংজ্ঞা নিয়ে প্রশ্ন তুলল বম্বে হাই কোর্ট! এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত হয় শ্বশুরবাড়ির লোকেরা। তরুণীর বাবা দাবি করেন, মেয়েকে টিভি দেখতে দেওয়া হত না, মন্দিরে একা যেতে দেওয়া হত না, মেঝেতে ঘুমোতে দেওয়া হত। শুনানি শেষে বম্বে হাই কোর্টের ঔরঙ্গাবাদ বেঞ্চের বক্তব্য, পুত্রবধূকে টিভি দেখতে না দেওয়া, মন্দিরে একা যেতে না দেওয়া কিংবা মেঝেতে ঘুমোতে দেওয়া নিষ্ঠুরতা নয়। হাই কোর্ট নিম্ন আদালতের রায়কে খারিজ করে অভিযুক্তদের বেকসুর খালাসের নির্দেশ দেয়।

তরুণীর বাবার অভিযোগের ভিত্তিতে সম্পূর্ণ বিপরীত রায় দিয়েছিল নিম্ন আদালত। টিভি দেখতে বাধা দেওয়া, মন্দিরে একা যেতে না দেওয়া, মেঝেতে ঘুমোতে দেওয়া ছাড়াও শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ ওঠে, প্রতিবেশীদের সঙ্গে তরুণীকে মিশতে দেওয়া হত না, গৃহবধূর রান্না করা খাবার নিয়েও ‘খোঁটা’ দেওয়া হত, মধ্যরাতে তাঁকে দিয়ে জল তোলানো হত। তরুণীর বাবা দাবি করেন, শেষবার জল তুলতে গিয়েই অসুস্থ হয়ে পড়েন। এর পর মৃত্যু হয় তরুণীর।

Advertisement

হাই কোর্টে মামলা উঠলে প্রতিবেশীরা সাক্ষ্য দেন। তাঁরা জানান, ওই এলাকায় জল সরবরাহ করা হত রাতে। ফলে সেখানকার প্রায় সব বাড়িতেই মাঝরাতে জল তোলার রেওয়াজ। আদালত সাফ জানায়, মৃতার বাবা যে অভিযোগগুলি করেছেন তা মানসিক বা শারীরিক নিষ্ঠুরতার মধ্যে পড়ে না। অন্যদিকে মৃতার মা ও অন্য আত্মীয়েরাও জানিয়েছেন, গৃহবধূ নিষ্ঠুরতার শিকার হওয়ার কথা তাঁদের কাছে জানাননি। এই অবস্থায় হাই কোর্টের পর্যবেক্ষণ, যে অভিযোগগুলি মৃতার পরিবার করেছে, তার কোনওটিই আইন অনুযায়ী নিষ্ঠুরতার পর্যায়ে পড়ে না। ফলে মামলা খারিজ হয়ে যায়। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement