Advertisement
Advertisement

Breaking News

Sushant Singh Rajput

সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় জামিন আরও এক অভিযুক্তর, আদৌ মিলবে ন্যায় বিচার?

এই মামলায় অভিযুক্ত ৩৬ জনের শেষ অভিযুক্তকেও জামিন দিয়ে দিল উচ্চ আদালত।

Bombay High Court grants bail to accused in Sushant Singh Rajput case | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:November 11, 2023 11:03 am
  • Updated:November 11, 2023 11:03 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুশান্ত সিং রাজপুত কি আত্মহত্যা করেছিলেন? নাকি গভীর ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন বলিউড অভিনেতা? তিন বছরেরও বেশি সময় কেটে গিয়েছে। কিন্তু এখনও কাটেনি ধোঁয়াশা। আর এবার এই মামলায় অভিযুক্ত ৩৬ জনের শেষ অভিযুক্তকেও জামিন দিয়ে দিল বম্বে হাই কোর্ট।

২০২০ সালের ১৪ জুন মুম্বইয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল সুশান্তের (Sushant Singh Rajput) দেহ। সেই ঘটনার তদন্তে নেমে একাধিক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছিল নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)। তারই অন্যতম ছিলেন বছর একত্রিশের অনুজ কেশওয়ানি। মুম্বইয়ের খারের অনুজকে সেই বছরের সেপ্টেম্বরে গ্রেপ্তার করা হয়েছিল। অভিনেতাকে মাদক সরবরাহ করার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে।

Advertisement

[আরও পড়ুন: ষাটোর্ধ্বর সঙ্গে ঊনিশের তরুণীর ‘পরকীয়া’! পরিবারের অমতে এ কী করল যুগল?]

শুক্রবার অনুজের জামিন মঞ্জুর করে বিচারপতি এম এস কর্নিক জানান, এই মামলায় অনেকদিন ধরে ট্রায়াল চলবে। তাছাড়া নার্কোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্স (NDPS) আইনের ৩৭ ধারায় অভিযুক্তকে জামিন দেওয়া যায়। সেক্ষেত্রে যদি মনে করা হয় অভিযুক্ত দোষী নন এবং জামিনে থাকাকালীন কোনও অপরাধে জড়াবেন না।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ঘিরে উত্তাল হয়েছিল গোটা দেশ। এই মামলার তদন্তে নেমে বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। গ্রেপ্তার করা হয় মোট ৩৬ জনকে। যাঁদের মধ্যে ছিলেন অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তী এবং তাঁর ভাইও। ইতিমধ্যেই ভিন্ন আদালত থেকে রিয়া-সহ মোট ৩৩ জন জামিন পেয়ে গিয়েছিলেন। তবে অনুজ এতদিন জেলেই ছিলেন। এবার তাঁরও জামিন মঞ্জুর হল। কিন্তু যে প্রশ্ন গত তিন বছর ধরে সুশান্ত অনুরাগীদের কুঁড়ে কুঁড়ে খাচ্ছে, তার উত্তর এখনও অধরা।

[আরও পড়ুন: Special Metro on Kali Puja 2023: কালীপুজোতেও বাড়ছে মেট্রো, কত রাত পর্যন্ত মিলবে পরিষেবা?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement