Advertisement
Advertisement

Breaking News

Gautam Adani

৪০০ কোটির কারচুপি মামলা, এক দশক পর বম্বে হাই কোর্টে বড় স্বস্তি আদানি ভাইদের

৩৮৮ কোটি টাকার বাজার বিধি লঙ্ঘন সংক্রান্ত মামলায় দুই শিল্পপতিকে ক্লিনচিট দিল আদালত।

Bombay High Court discharges Gautam Adani, Rajesh Adani from SFIO case
Published by: Amit Kumar Das
  • Posted:March 17, 2025 7:53 pm
  • Updated:March 17, 2025 7:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দশক পুরনো মামলায় বম্বে হাই কোর্টে বড়সড় স্বস্তি পেলেন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি ও তাঁর ভাই রাজেশ আদানি। প্রায় ৪০০ কোটি টাকার বাজার বিধি লঙ্ঘন সংক্রান্ত মামলায় দুই শিল্পপতিকে ক্লিনচিট দিল আদালত।

২০১২ সালে আদানি এন্টারপ্রাইসের বিরুদ্ধে আর্থিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তোলে সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস (SFIO)। এই ঘটনায় গৌতম আদানি ও তাঁর ভাই রাজেশ আদানির বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র ও জালিয়াতির অভিযোগ আনা হয় নিম্ন আদালতে। পাশাপাশি ৩৮৮ কোটি টাকা জালিয়াতির অভিযোগে আরও ১২ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়। তবে দুই বছর পর ২০১৪ সালে এই আর্থিক শৃঙ্খলা ভঙ্গের মামলা থেকে রেহাই পান আদানিরা। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে দায়রা আদালতে মামলা দায়ের করে এসএফআইও। এরপর ২০১৯ সালে নিম্ন আদালতের রায় খারিজ করে দায়রা আদালত নতুন করে বিচার প্রক্রিয়া শুরুর নির্দেশ দেয়।

Advertisement

এই নির্দেশে রীতিমতো বিপাকে পড়ে আদানিরা। দায়রা আদালতের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে এরপর বম্বে হাই কোর্টের দ্বারস্থ হয় আদানি গোষ্ঠী। দীর্ঘ বছর ধরে বম্বে আদালতে এই মামলার শুনানি হওয়ার পর সোমবার দায়রা আদালতের নির্দেশ খারিজ করল বম্বে হাই কোর্ট। দু’পক্ষের যুক্তি ও প্রমাণ খতিয়ে দেখার পর আদানিদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ থেকে মুক্তি দেওয়া হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub