Advertisement
Advertisement

Breaking News

RBI

বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে ১১টি এলাকা, হুমকি ই-মেল পেল রিজার্ভ ব্যাঙ্ক

রিচার্ভ ব্যাঙ্কের পাশাপাশি আরও দুটি ব্যাঙ্কেও বোমা রাখা হয়েছে বলে হুমকি দেওয়া হয়। যা ঘিরে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য।

Bomb threat was issued to the RBI office in Mumbai via email | Sangbad Pratidin

আরবিআই। ফাইল ছবি।

Published by: Sulaya Singha
  • Posted:December 26, 2023 5:26 pm
  • Updated:December 26, 2023 7:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ের ১১টা জায়গায় বোমা রাখা হয়েছে। যার মধ্যে রয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এবং আরও দুটি ব্যাঙ্ক। এমনই হুমকি ই-মেল পেল আরবিআই। যে খবরকে ঘিরে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য।

জানা গিয়েছে, মঙ্গলবার রিজার্ভ ব্যাঙ্কের মুম্বইয়ের শাখায় একটি ই-মেল আসে। খিলাফাত ইন্ডিয়া নামের একটি জিমেল অ্যাকাউন্ট থেকে পাঠানো হয় ওই ই-মেলটি। যেখানে লেখা ছিল, রিচার্ভ ব্যাঙ্কের পাশাপাশি HDFC এবং ICICI ব্যাঙ্কেও বোমা রাখা হয়েছে। শুধু তাই নয়, মুম্বইয়ের মোট ১১টি গুরুত্ব স্থানে বোমা রয়েছে। এমনকী এও বলা হয় যে বেলা দেড়টায় সবকটি বোমা বিস্ফোরণ হবে।

Advertisement

[আরও পড়ুন: লোকালয়ে ঢুকে পাঁচিলে বসে রোদ পোহাচ্ছে বাঘ! আতঙ্কে কাঁটা স্থানীয়রা, ভিডিও ভাইরাল]

ই-মেলটি পাওয়ার পরই আসরে নামে মুম্বই পুলিশ। যে ১১টি এলাকায় বোমা রাখা আছে বলে দাবি করা হয়েছিল, সেই সমস্ত জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়। কিন্তু সে সমস্ত স্থান থেকে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। ইতিমধ্যেই এই ঘটনায় MRA মার্গ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ই-মেলটির নেপথ্যে আসলে কে বা কারা আছে, কোথা থেকে এসেছে, তা খতিয়ে দেখার চেষ্টা চলছে।

ঠিক কোন উদ্দেশ্যে এই হুমকি? জানা গিয়েছে, আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের পদত্যাগ দাবি করা হয়েছে ওই ই-মেলে।

[আরও পড়ুন: একা শুভেন্দু-সুকান্ততে ভরসা নেই! বিজেপির ‘শাহী’ নির্বাচনী কমিটিতে গুরুত্ব দিলীপ-সহ পুরনোদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement