Advertisement
Advertisement
Kanpur

কানপুরে বোমাতঙ্ক, অন্তত দশটি স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি! তুঙ্গে উত্তেজনা

দাবি, ওই হুমকি মেল পাঠানো হয়েছে রাশিয়ার সার্ভার থেকে।

Bomb threat to 10 Kanpur schools

ফাইল চিত্র।

Published by: Biswadip Dey
  • Posted:May 15, 2024 1:13 pm
  • Updated:May 15, 2024 2:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোট আবহে ফের দেশের স্কুলে বোমাতঙ্ক। এবার কানপুরে (Kanpur)। বুধবার সেখানকার অন্তত দশটি স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি ইমেল ঘিরে তুঙ্গে উত্তেজনা। দাবি, ওই হুমকি মেল পাঠানো হয়েছে রুশ সার্ভার থেকে। ঠিক যেমন কয়েকদিন আগে দিল্লি ও আহমেদাবাদের স্কুলে ইমেল পাঠানো হয়েছিল বোমার হুমকি দিয়ে।

ইতিমধ্যেই স্কুলগুলোতে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। সম্প্রতি দিল্লি, নয়ডা, জয়পুর, লখনউ ও আহমেদাবাদের বিভিন্ন স্কুলেও একই রকম হুমকি ইমেল ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল।

Advertisement

[আরও পড়ুন: ভিড় বাসে তরুণীর স্তন নিয়ে মশগুল প্রেমিক! নেটদুনিয়ায় ঢেউ তুলছে ওড়িশার ভিডিও]

গত ১ মে দিল্লির ১০০টি, নয়ডার দুটি ও লখনউয়ের একটি স্কুলে হুমকি (Bomb threat) মেল পাঠানো হয় স্কুলে বোমা রাখা আছে বলে দাবি করে। দ্রুত খালি করে দেওয়া স্কুলগুলো। কিন্তু সন্দেহজনক কিছুই মেলেনি তল্লাশি চালিয়ে। তার পর থেকে লাগাতার বিভিন্ন শহরে এভাবেই হুমকি দেওয়া হয়েছে। এমনকী, তিন দিন আগে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর ও দশটি হাসপাতাল ওড়ানোর হুমকি দেওয়া হয়েছিল। পরে দিল্লি পুলিশ জানিয়েছিল, এটা পুরোপুরি গুজব। কোন দুষ্কৃতী এর পিছনে রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় হাসপাতালগুলোতে শুরু হয় তল্লাশি অভিযান। নিয়ে আসা হয় স্নিফার ডগ, বম্ব স্কোয়াড। যদিও তেমন কিছুই পাওয়া যায়নি।

এদিকে গত মাসে দেশের ২৪ টি বিমানবন্দর এমন হুমকি মেল পায়। রবিবার দুপুরে আচমকাই দুটি হাসপাতালে বোমা রাখা আছে বলে খবর ছড়ায়। বুরারি সরকারি হাসপাতাল এবং মঙ্গলপুরীর সঞ্জয় গান্ধী হাসপাতালে মেল করে বলা হয় সেখানে বোমা রাখা আছে। এমনকী বিমানবন্দরও উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। যদিও পরে কোথাও কিছু পাওয়া যায়নি।

[আরও পড়ুন: ‘ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া কীভাবে FIR?’ সন্দেশখালির ভাইরাল ভিডিও মামলায় প্রশ্ন হাই কোর্টের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement