ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এবং আরও দুটি ব্যাঙ্ক উড়িয়ে দেওয়ার হুমকি নিয়ে শোরগোলের মধ্যেই এবার চাঞ্চল্য দিল্লিতে অবস্থিত ইজরায়েলের (Israel) দূতাবাসের কাছেই বোমাতঙ্ক। দিল্লি পুলিশের কাছে এদিন খবর যায়, দূতাবাসের কাছেই বিস্ফোরণ ঘটেছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কিন্তু ওই এলাকায় চিরুনি তল্লাশি চালিয়েও সন্দেহজনক কোনও কিছুই পাওয়া যায়নি বলে জানা যাচ্ছে।
ইজরায়েল দূতাবাসের (Embassy) এক মুখপাত্র জানিয়েছেন, একটি জোরালো বিস্ফোরণের শব্দ তাঁরা পেয়েছেন দূতাবাস থেকে। তাঁর কথায়, ”হ্যাঁ, একটা এমন ঘটনা এখানে ঘটেছে। কিন্তু আমরা জানি না ঠিক কী ঘটেছে। পুলিশ ও আমাদের নিরাপত্তা রক্ষীরা পুরো বিষয়টি খতিয়ে দেখছে।”
#WATCH | Visuals from outside the Israel Embassy in Delhi
As per the Israel Embassy, around 5:10 pm there was a blast at close proximity to the embassy. pic.twitter.com/KsSot9LGgF
— ANI (@ANI) December 26, 2023
এদিকে মঙ্গলবারই হুমকি ই-মেল পেয়েছে আরবিআই। যাতে বলা হয়, মুম্বইয়ের ১১টি জায়গায় বোমা রাখা হয়েছে। যার মধ্যে রয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এবং আরও দুটি ব্যাঙ্ক। এমনই খবরকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায়। এই পরিস্থিতিতেই মঙ্গলবার বিকেলে বিস্ফোরণের দাবি ইজরায়েল দূতাবাসে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.