Advertisement
Advertisement

এবার জিরো এফআইআর আইন প্রচারের ভূমিকায় ‘পিঙ্ক’

জিরো এফআইআর আইনকে আরও শক্তিশালী করে তুলতে উদ্যোগী নিচ্ছে আইনমন্ত্রক৷

bollywood film Pink to be used to promote Zero FIR law
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 22, 2016 1:43 pm
  • Updated:September 22, 2016 1:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুধু বক্স অফিসই নয়, আম আদমির মানসিকতাকেও সজোরে নাড়া দিয়েছে সুজিত সরকারের ‘পিঙ্ক’৷ নারীর মর্যাদা ও নিরাপত্তার বিষয় নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে তথাকথিত পুরুষতান্ত্রিক সমাজ৷ তাই ‘পিঙ্ক’কে আর রিলে আটকে রাখা হচ্ছে না৷ অ্যাংরি অমিতাভের গম্ভীর গলার কড়া দাওয়াইকে এবার রিয়েল লাইফেও কাজে লাগাতে চলেছে কেন্দ্র৷ জিরো এফআইআর আইন প্রচারের জন্য ‘পিঙ্ক’ ছবিকেই মঞ্চ হিসেবে বেছে নেওয়া হচ্ছে৷

কী এই জিরো এফআইআর? এই আইন অনুযায়ী, কোনও মহিলা যে কোনও থানায় এফআইআর করতে পারবেন৷ রাজ্যের বাইরে তাঁর সঙ্গে কোনও দুর্ঘটনা ঘটে থাকলেও পরে শহরে এসে তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে পারেন৷ অর্থাৎ নিজের এলাকাতেই যে অভিযোগ জানাতে হবে, এমনটা নয়৷ এদেশে এমন আইন লিখিতভাবে থাকলেও অধিকাংশ মহিলাই এই ব্যাপারে অন্ধকারে রয়ে গিয়েছেন৷ আর এই বিষয়টিই প্রচারের আলোয় আনতে উদ্যোগী হচ্ছে কেন্দ্র৷

Advertisement

জিরো এফআইআর আইনকে আরও শক্তিশালী করে তুলতে উদ্যোগী হচ্ছে আইনমন্ত্রক৷ সপ্তাহে সাতদিনই নারী ও শিশুদের বিচার পাইয়ে দেওয়ার বিষয়েও জোর দেওয়া হচ্ছে৷ তার জন্য পুলিশের কাছে অভিযোগ দায়ের অথবা জামিন পাওয়ার জন্য শনি ও রবিবার মহিলা এবং শিশুদের আর্জি বিচারক বাড়ি বসে শুনবেন৷ ছবির প্রযোজক সুজিত সরকার জানান, আইনমন্ত্রীর সঙ্গে জিরো এফআইআর আইন নিয়ে আমরা কথা বলেছি৷ এই আইনটি এখনও অনেক মহিলারই অজানা৷ তাঁরা জানেন না, কীভাবে এই আইনের ব্যবহার করতে হবে৷ জিরো এফআইআর-এ মহিলারা যে কোনও সময় যে কোনও থানায় অভিযোগ দায়ের করতে পারেন৷ এবং থানা তাঁর এফআইআর রেজিস্টার করতে বাধ্য থাকবে৷” এবার দেখার এই বলিউড ছবি সমাজে সত্যিই কোনও পরিবর্তন ঘটাতে সফল হয় কি না৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement