Advertisement
Advertisement

কংগ্রেসের বিরুদ্ধে টুইটারে ক্ষোভ উগরে দিলেন অভিনেতা মাধবন

কী নিয়ে ক্ষুদ্ধ তিনি?

Bollywood actor R Madhavan slams Congress for mocking Modi
Published by: Sulaya Singha
  • Posted:March 16, 2019 5:22 pm
  • Updated:March 16, 2019 5:22 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে চিনের ভেটোয় মাসুদ আজহারকে ‘আন্তর্জাতিক জঙ্গি’ তকমা দেওয়া যায়নি। আর এই ঘটনার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একহাত নেয় কংগ্রেস। চিনের কাছে ভারতের অসহায়তা নিয়ে কংগ্রেস যে প্রতিক্রিয়া দিয়েছে, তা একেবারেই পছন্দ হয়নি আর মাধবনের। কোনও রাখঢাক না রেখেই কংগ্রেসের নিন্দায় সরব হয়েছেন বলিউড অভিনেতা।

[চিন বাগড়া দিলেও জঙ্গি মাসুদের সম্পত্তি ‘ফ্রিজ’ করল ফ্রান্স]

পুলওয়ামায় জঙ্গি হামলার পর ফ্রান্স নিরাপত্তা পরিষদে মাসুদকে ‘আন্তর্জাতিক জঙ্গি’ তকমা দেওয়ার প্রস্তাব এনেছিল। আমেরিকা, ব্রিটেন এবং রাশিয়া তাতে সম্মতিও জানিয়েছিল। কিন্তু ফের পথের কাঁটা হয়ে দাঁড়ায় চিন। আর বেজিংয়ের এই পদক্ষেপে যথারীতি হতাশ দিল্লি। এর আগেও তিনবার চিনের বাধায় মাসুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। বেজিং জানিয়েছে যে, মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি তকমা দেওয়ার জন্য যে প্রমাণ দেওয়া হয়েছে, তা যথেষ্ট নয়। আরও প্রমাণ প্রয়োজন। ফলে ক্ষুব্ধ আমেরিকা, ফ্রান্সের মতো দেশ। কিন্তু গোটা বিষয়ে যেন খুশিই হয়েছে কংগ্রেস। লোকসভা নির্বাচনের আগে যে ইস্যুকে মোদির বিরুদ্ধে অন্যতম হাতিয়ার হিসেবে ধরেছে তারা। মোদির ব্যর্থতাকেই এখানে বড় করে দেশবাসীর সামনে তুলে ধরার চেষ্টা করেছে রাহুল গান্ধীর দল। মোদির সঙ্গে চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাক্ষাতের ভিডিওটিকে এডিট করে মিম তৈরি করা হয়েছে। যেখানে দেখানো হয়েছে কীভাবে চিনের প্রেসিডেন্টের কাছে আত্মসমর্পণ করেছেন মোদি। আর এই বিষয়টি নিয়েই আপত্তি মাধবনের। টুইটারে ক্ষোভ প্রকাশ করে অভিনেতা লেখেন, “যতই হোক নরেন্দ্র মোদি দেশের প্রধানমন্ত্রী। এই ভিডিওয় মোদিকে কটাক্ষ করায় চিনের সামনে আমাদেরই মাথা নত হয়েছে। এমন ভিডিও একেবারেই হাস্যকরের উদ্রেগ করে না। কংগ্রেসের টুইটার হ্যান্ডেলে এমন কিছু প্রত্যাশা করিনি।”

Advertisement

ইতিমধ্যেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। মাধবনের টুইটের বিরুদ্ধে নিজেদের যুক্তিও সাজিয়েছে কংগ্রেস। কংগ্রেসের জনসংযোগ বিভাগের সদস্য রচিত শেঠ বলেন, দেশের যে কোনও ইস্যুতেই প্রধানমন্ত্রীদের সমালোচনার মুখে পড়তে হয়। কোনও প্রধানমন্ত্রীই এর ব্যতিক্রম নন। তবে এই প্রথমবার নয়, এর আগেও একাধিকবার সোশ্যাল সাইটে মোদিকে কটাক্ষ করেছে কংগ্রেস। কিন্তু শুধুই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার জন্য চিনের সামনে মোদি তথা ভারত সরকারকে খাটো করার বিষয়টি কিছুতেই মেনে নিতে পারছেন না ‘রং দে বসন্তি’ খ্যাত অভিনেতা।

[ক্রাইস্টচার্চের মসজিদে গণহত্যার খলনায়কের পুলিশ হেফাজত]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement