সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৮০-র দশকের বোফর্স কেলেঙ্কারির ভূত ঘাড় থেকে নামিয়ে মার্কিন প্রশাসনের কাছ থেকে অত্যাধুনিক ১৫৫ এমএম হাউৎজার কামান কিনতে চলেছে ভারত৷ ২০১৭ সালের মাঝামাঝি সময়ের মধ্যে কামানগুলি পেয়ে যাবে ভারতীয় সেনা৷
প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন নিরাপত্তা বিষয়ক একটি ক্যাবিনেট কমিটি ১৪৫টি এম-৭৭৭ আল্ট্রা লাইট হাউৎজার কামান কেনায় সম্মতি দেন৷ আমেরিকার কাছ থেকে এই অস্ত্রগুলি কিনতে ৭৩৭ মিলিয়ন ডলার খরচ হবে ভারতের৷ ভারতীয় মুদ্রায় যা প্রায় ৫০০০ কোটি টাকার মতো৷
হাউৎজার কামানের বিধ্বংসী চরিত্রের দিকে নজর ফেরানো যাক৷ ১৫৫ এমএম, ৩৯ ক্যালিবরের এই কামানের রেঞ্জ ২৫ কিলোমিটার৷ টাইটেনিয়ামে মোড়া এই কামান বিমানে চাপিয়ে উঁচু জায়গায় নিয়ে যাওয়া যাবে৷ আপাতত ২৫টি কামান আমদানি করা হবে, বাকি ১২০টি কামান এদেশেই তৈরি হবে৷ ১৭ মাউন্টেন স্ট্রাইক কর্পস-এর হাতে প্রথম দফার কামানগুলি তুলে দেওয়া হবে৷ চিনের প্রতি নজর রেখেই এই পদক্ষেপ বলে মনে করছেন প্রতিরক্ষা মন্ত্রক৷
বিশেষ সূত্রের খবর, এই এম-৭৭৭ হাউৎজার কামান তৈরি করছে বিএই সিস্টেমস, যারা সুইডিশ সংস্থা বোফর্স অধিগ্রহণ করেছে৷ এ দেশে বিএই-র সঙ্গে গাঁটছড়া বেঁধেছে মাহিন্দ্রা৷ এই দুই সংস্থা যৌথ উদ্যোগে ১৪৫টির মধ্যে ১২০টি কামান এ দেশেই তৈরি ও পরীক্ষা করবে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.