প্রতীকী ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীরের (Kashmir) অনন্তনাগে টানা সাতদিন ধরে চলছে জঙ্গি অভিযান। তার মধ্যেই শ্রীনগরে (Srinagar) আধাসেনার গাড়িতে জঙ্গি হামলার ঘটনা ঘটল। জানা গিয়েছে, সোমবার আচমকাই বন্দুক নিয়ে সিআরপিএফের গাড়িতে হামলা চালায় এক জঙ্গি। তবে ঘটনায় হতাহতের খবর মেলেনি। অন্যদিকে, অনন্তনাগে নিখোঁজ এক জওয়ানের মৃতদেহ পাওয়া গিয়েছে বলে খবর। মঙ্গলবারই জঙ্গি দমন অভিযান শেষ করতে চাইছে কাশ্মীরের যৌথ নিরাপত্তারক্ষী বাহিনী।
জঙ্গি দমন অভিযান চলাকালীন সেনা (Indian Army) ও কাশ্মীর পুলিশের তিন আধিকারিকের মৃত্যু হয়। সেই সময় থেকেই নিখোঁজ ছিলেন এক জওয়ান। অভিযানের ষষ্ঠ দিনে এসে জঙ্গলের মধ্যে থেকে তাঁর মৃতদেহ পাওয়া যায়। জানা গিয়েছে, মৃত জওয়ানের নাম প্রদীপ। আপাতত তাঁর দেহ ফিরিয়ে আনার চেষ্টা চলছে। ফলে কাশ্মীরে জঙ্গিদের হাতে শহিদ হওয়ার সংখ্যা বেড়ে দাঁড়াল ৪।
এহেন পরিস্থিতিতে সোমবার রাতে শ্রীনগরে সিআরপিএফের একটি গাড়িতে হামলা চালায় এক জঙ্গি। আচমকাই গাড়িতে উঠে গুলি চালাতে শুরু করে সে। তবে সঙ্গে সঙ্গেই সতর্ক হয়ে যান আধাসেনার সদস্যরা। জঙ্গিকে ধরতে তাড়া করেন তাঁরা। তবে ঘটনায় কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
সেনা সূত্রে খবর, মঙ্গলবারই অনন্তনাগের জঙ্গি দমন অভিযান শেষ করার চেষ্টা চলছে। এখনও বেশ কয়েকজন জঙ্গি জঙ্গলের মধ্যে লুকিয়ে রয়েছে বলেই অনুমান। ইতিমধ্যেই ড্রোন ব্যবহার করে তল্লাশি চালাচ্ছে সেনা ও কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী। সোমবার জঙ্গলে এক জঙ্গি ও এক জওয়ানের দেহ দেখতে পাওয়া যায়। এর পরই দগ্ধ অবস্থায় ওই জঙ্গির দেহ উদ্ধার করা হয়। মৃতদেহের পোশাক দেখে নিরাপত্তাবাহিনীর আধিকারিকেরা নিশ্চিত হন সেটি কোনও জেহাদির।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.