সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসমের ডিমা হাসাওয়ের ‘ব়্যাট হোল’ খনিতে জল ঢুকে পড়ায় ভিতরে আটকে পড়েছিলেন ৯ জন শ্রমিক। অবশেষে বুধবার তাঁদের মধ্যে একজনের দেহ উদ্ধার করল উদ্ধারকারী বাহিনী। এখনও সেখানে আটজন আটকে রয়েছেন। বাড়ছে চাঞ্চল্য। বাকিদের উদ্ধারের চেষ্টা চালাছে সেনা, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল।
গত সোমবার ওই খনিতে জল ঢুকে পড়ে। বলা হচ্ছে, অবৈধ খনির ১০০ ফুট গভীরে জল পৌঁছে গিয়েছিল। খবর পেয়ে পুলিশ ও দমকলের পাশাপাশি উদ্ধারকাজে নামে রাজ্য ও কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার অনুরোধ পেয়ে খনি থেকে শ্রমিকদের উদ্ধারে সাহায্য করছে সেনা। শ্রমিকদের উদ্ধারের পর দ্রুত তাঁদের হাসপাতালে পৌঁছতে প্রস্তুত রয়েছে সেনার হেলকপ্টার। জানা গিয়েছে, ক্রেন এবং দড়ির ব্যবহারে খনিতে নেমেছেন উদ্ধারকারীরা।
এদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার দাবি, ওই খনি বেআইনি। পুলিশ ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করেছে। সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, কয়লামন্ত্রী জি কিষান রেড্ডির সঙ্গে তাঁর কথা হয়েছে। মন্ত্রী তাঁকে আশ্বাস দিয়েছেন, কোল ইন্ডিয়ার এক উদ্ধারকারী দল শিগগিরি ওই উদ্ধারকাজে যোগ দেবে।
ব়্যাট-হোল মাইনিং এমন একটি পদ্ধতি যা সাধারণত অসম, মেঘালয় রাজ্যে কয়লা উত্তোলনের জন্য ব্যবহৃত হয়ে থাকে। কোনও যন্ত্রের সাহায্যে নয়, অত্যন্ত ঝুঁকিপূর্ণ পদ্ধতিতে শ্রমিকরাই গর্ত খুড়ে কয়লা উত্তোলন করেন। ২০১৪ সালে মেঘালয়ে একটি দুর্ঘটনার পর এই ব়্যাট-হোল মাইনিং নিষিদ্ধ করা হয়েছিল। তবে ২০২৩ সালের নভেম্বরে উত্তরাখণ্ডের সিলকিয়ারা টানেলে ৪১ জন শ্রমিককে উদ্ধার করতে ফের এই পদ্ধতিতেই সাফল্য আসে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.