ছবি; প্রতীকী।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২১ বছরের এক বডিবিল্ডার (Body Builder) ওয়ার্ক আউটের ফাঁকে খেতে বসেছিলেন। সেই সময়ই রুটির টুকরো গলায় আটকে মৃত্যু হল তাঁর। এমনই এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হল তামিলনাড়ু (Tamil Nadu)। রাজ্য স্তরের এক প্রতিযোগিতার জন্য অনুশীলন করছিলেন তিনি।
ঠিক কী হয়েছিল? জানা যাচ্ছে, তামিলনাড়ুর সালেম জেলার বাসিন্দা এম হরিহরণ নামের ওই তরুণ ৭০ কেজি বিভাগের জন্য অনুশীলন করছিলেন। তিনি একা নন, সমস্ত প্রতিযোগীই একটি বিয়েবাড়ির হলে থাকছিলেন। চলছিল অনুশীলনও।
ঘটনার সময়ও গা ঘামাচ্ছিলেন হরিহরণ। সন্ধেবেলা অনুশীলনের ফাঁকে খেতে বসেছিলেন তিনি। সেই সময়ই রুটির টুকরো আটকে যায় তাঁর গলায়। আচমকাই শ্বাসরুদ্ধ হয়ে পড়েন ওই তরুণ। মাটিতে পড়ে ছটফট করতে থাকেন। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সেখানেই তাঁর মৃত্যু হয়। এমন ঘটনায় এলাকায় শোকের ছায়া ঘনিয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি হায়দরাবাদে জিম করার সময় এক ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। সিসিটিভিতে ধরা পড়েছিল হৃদয়বিদারক সেই দৃশ্য। পুশ-আপ ও স্ট্রেচিং করার সময় আচমকাই তিনি আক্রান্ত হন। এবার তামিলনাড়ুতে দুর্ভাগ্যজনক মৃত্যু হল এক বডি বিল্ডারের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.