সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে উদ্ধার অরুণাচল প্রদেশে তুষারধসের কবলে পড়া সেনার ৭ জওয়ানের দেহ। গত রবিবার অরুণাচলের কামেং সেক্টরে ভয়াবহ তুষারধস হয়। সেই ঘটনায় প্রাণ হারান ভারতীয় সেনার সাত জওয়ান। মঙ্গলবার সেনার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে যে নিহত জওয়ানদের দেহ উদ্ধার করা হয়েছে।
Seven Army personnel who were struck by avalanche in high altitude area of Kameng Sector in Arunachal Pradesh on 6 Feb have been confirmed dead, their bodies retrieved from the avalanche site: Indian Army pic.twitter.com/2SZMML8GzC
— ANI (@ANI) February 8, 2022
গত রবিবার অরুণাচল প্রদেশের কামেং সেক্টরের উঁচু এলাকায় তুষারধসের মুখে পড়েছিলেন ভারতীয় সেনার ওই সাত জওয়ান। দিনকয়েক ধরে যে এলাকার আবহাওয়া দুর্যোগপূর্ণ ছিল। তুষারপাতও হচ্ছিল প্রবল। তারপরই রবিবার ঘটে যায় দুর্ঘটনা। সোমবার সেনার তরফে জানানো হয়েছিল, তুষারধসের কবলে পড়া জওয়ানরা সেনার টহলদারি দলের সদস্য ছিলেন। তুষারধসের পর থেকে তাঁদের খোঁজ মিলছিল না। নিখোঁজ জওয়ানদের খোঁজে শুরু হয়েছিল উদ্ধারকাজ। নিখোঁজ জওয়ানদের সন্ধানে আকাশপথে বিশেষ দলকে উড়িয়ে আনা হয়েছিল। মঙ্গলবার সেনার তরফে জানানো হয়েছে, সাতজনের উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিগত কয়েক বছরে ভারতের পূর্ব সীমান্তে তৎপরতা বেড়েছে প্রতিবেশী দেশ চিনের। ইতিমধ্যেই লাসা এবং নিয়াংচি-র মধ্যে একটি নয়া এক্সপ্রেসওয়ে চালু করেছে বেজিং। যা কিনা আবার ভারতের অরুণাচল প্রদেশের একদম কাছাকাছি। আর এতেই সিঁদুরে মেঘ দেখছেন কূটনীতিকরা। কারণ তাঁদের মতে, ভারতের দিকে সীমান্তে যত দ্রুত সম্ভব ট্যাঙ্ক থেকে শুরু করে হাউৎজার কামান ও সেনা মোতায়েন করা যায় এটাই এখন চিনের অন্যতম লক্ষ্য। আর তাই এই এক্সপ্রেসওয়ে চালু করা হয়েছে। এহেন পরিস্থিতিতে সীমান্তে অত্যন্ত সতর্ক হয়ে প্রহরা দিচ্ছে ভারতীয় সেনাবাহিনী।
বিশ্লেষকদের মতে, হিমালয়ের বুকে অবস্থিত অরুণাচলের প্রাকৃতিক শোভার যেমন কোনও তুলনা নেই, তেমনই পাহাড়ের বুকে লুকিয়ে থাকা বিপদের সীমা নেই। দুর্গম গিরিখাত ও ঝুরঝুরে বরফের অস্তরণের আড়ালে থাকা অতলস্পর্শী খাদ যেকোনও সময় বিপদ ডেকে আনতে পারে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.