Advertisement
Advertisement

Breaking News

Maharashtra

পচা গন্ধ পেয়ে বাড়িতে পুলিশ, বক্স খাট খুলতেই মিলল মা-ছেলের মৃতদেহ

বেশ কয়েকদিন ধরে বেপাত্তা মৃতার বড় ছেলে।

Bodies of mother and son found from box bed in Maharashtra | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:September 3, 2023 10:41 am
  • Updated:September 3, 2023 10:41 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পচা গন্ধ পেয়ে বাড়িতে ঢুকেছিল পুলিশ। ঘরের মধ্যে বক্স খাট খুলতেই মিলল মা ও ছেলের রক্তাক্ত দেহ। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের (Maharashtra) অমরাবতীতে। জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে বেপাত্তা মৃত মহিলার বড় ছেলে। আপাতত দু’টি দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। খুনের মামলা রুজু করেই তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও কাউকে আটক করা যায়নি।

মৃত মহিলার নাম নীলিমা গণেশ কাপসে। ৪৫ বছর বয়সি নীলিমার ছোট ছেলে আয়ুষ কাপসের দেহও মিলেছে বক্স খাটের মধ্যে থেকে। জানা গিয়েছে, মৃত আয়ুষের বয়স ২২ বছর। তাঁদের প্রতিবেশীদের মতে, বেশ কয়েকদিন ধরেই পচা গন্ধ বেরচ্ছিল ওই বাড়ি থেকে। দিন দুয়েক কেটে যাওয়ার পরে কাপসে পরিবারের কয়েকজন আত্মীয়কে ফোন করেন প্রতিবেশীরা। 

Advertisement

[আরও পড়ুন: ‘সনাতন ধর্ম ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো, নির্মূল করা দরকার’, উদয়ানিধি স্ট্যালিনের মন্তব্যে বিতর্ক]

আত্মীয়রা এসে দেখেন, বাড়ির সদর দরজা ভিতর থেকে বন্ধ করা। তখনই খবর দেওয়া হয় পুলিশে। তখনই দেখা যায়, বাড়ির পিছনের দরজাটিও সিল করে বন্ধ করা হয়েছে। সিল ভেঙে ঘরে ঢুকতেই খাট থেকে রক্ত ধরতে দেখা যায়। বক্স খাট খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের। খাটের মধ্য থেকে উদ্ধার হয় মা-ছেলের জোড়া মৃতদেহ। রক্তাক্ত অবস্থায় দেহ দু’টি বাক্সে ভরে রাখা হয়েছিল।

কাপসেদের প্রতিবশীরা জানান, এই ঘটনার পর থেকেই বেপাত্তা নীলিমার বড় ছেলে। তাঁকে ফোন করা হলেও বারবার ফোন সুইচড অফ মিলেছে। এহেন পরিস্থিতিতে খুনের অভিযোগই দায়ের করেছে মহারাষ্ট্র পুলিশ। আপাতত তদন্ত চলছে। মৃত্যুর কারণ জানতে দু’টি দেহ পাঠানো হয়েছে ময়না তদন্তে।

[আরও পড়ুন: ফের যোগীরাজ্যে ধর্ষণ করে খুন! জাতীয় সড়কে পড়ে বাক্সবন্দি অর্ধদগ্ধ তরুণীর দেহ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement