Advertisement
Advertisement

Breaking News

৪০ জন যাত্রী-সহ গঙ্গায় উল্টে গেল নৌকা

বহনক্ষমতার অতিরিক্ত যাত্রী তোলার জন্যই এই ঘটনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Boat carrying 40 passengers capsizes in river Ganga in Patna
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 14, 2017 8:13 pm
  • Updated:January 14, 2017 9:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৪০ জন যাত্রী-সহ মাঝগঙ্গায় উল্টে গেল নৌকা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পাটনায়। শনিবার বিকেলের পর পাটনার অদূরেই গঙ্গায় উল্টে যায় যাত্রীবাহী নৌকাটি। ঘটনায় ১৮ জন যাত্রীর ডুবে মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংবাদসংস্থা এএনআই। ঘটনা জানাজানি হতেই তৎপর হয় প্রশাসন।

পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দলকে তড়িঘড়ি পাঠানো হয় ঘটনাস্থলে। নিখোঁজদের উদ্ধারকার্য চলছে। নিখোঁজদের উদ্ধার করতে নামানো হয়েছে ডুবুরি। অত্যাধিক কুয়াশা থাকায় উদ্ধারকার্যে সমস্যা দেখা দিচ্ছে। প্রশাসনের তরফ থেকে কন্ট্রোলরুম খোলা হয়েছে। বহনক্ষমতার অতিরিক্ত যাত্রী তোলার জন্যই এই ঘটনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আপাতত যাত্রী পারাপার বন্ধ রাখা হয়েছে।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement