সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম শ্রেণির আগে বই নয়। পরীক্ষা নয় দ্বিতীয় শ্রেণি পর্যন্ত। বছরে দু’বার বোর্ড পরীক্ষা। এমনই নানা প্রস্তাব দিল জাতীয় শিক্ষানীতি-2020 তথা NEP-র অধীনস্থ ন্যাশনাল ক্যারিকুলাম ফ্রেমওয়ার্ক বা NCF। গতকাল, বৃহস্পতিবার প্রকাশিত তাদের প্রাথমিক খসড়া প্রস্তাবে এমন নানা প্রস্তাব রাখা হয়েছে। তাতে জোর দেওয়া হয়েছে পড়ুয়াদের আত্মমূল্যায়নের উপরে।
ঠিক কী কী প্রস্তাব দিয়েছে NCF? সেখানে বলা হয়েছে বছরে দু’বার বোর্ড পরীক্ষা হলে পড়ুয়ারা প্রস্তুতির পর্যাপ্ত সময় পাবেন। কেবল উঁচু ক্লাস নয়, একেবারে শুরু থেকেই পরিবর্তনের কথা বলা হয়েছে প্রস্তাবে। এনসিএফের প্রস্তাব, নার্সারি, কেজি ক্লাসে স্কুলেই পড়ুয়াদের শেখানো হবে। প্রথম বই পড়ানো হবে প্রথম শ্রেণিতে। তবে তখন কেবলই ভাষা ও গণিতের বই পড়ানো হবে। এটা চালু থাকবে দ্বিতীয় শ্রেণিতেও। তৃতীয় শ্রেণি থেকে লিখিত পরীক্ষা শুরু হবে।
দশম ও দ্বাদশ শ্রেণির দুই বোর্ড পরীক্ষা (Board exams) এখন এনসিএফের অধীনে। আর সেপ্রসঙ্গে তাদের প্রস্তাব পড়ুয়ারা যেন পর্যাপ্ত সময় ও সুযোগ পায় ভাল করার। সেই কারণেই পরীক্ষাটিকে দুই ভাগে ভাগ করার প্রস্তাব। যাতে পড়ুয়ারা প্রস্তুতি অনুযায়ী চারটি বিষয় আগে ও পরে বাকি বিষয়গুলির পরীক্ষা দিতে পারে। প্রসঙ্গত, ২০২০-২১ সালে সিবিএসই এমন ব্যবস্থা চালু করলেও পরের বছরই তা প্রত্যাহার করে নেওয়া হয়। কিন্তু এবার সেই ব্যবস্থাই চালুর প্রস্তাব এনসিএফের। সেই সঙ্গে একাদশ-দ্বাদশ শ্রেণিতে বিজ্ঞান, বাণিজ্য ও কলা- এই তিন বিভাগও তুলে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.