Advertisement
Advertisement
Sensex

একদিনে সেনসেক্স পড়ল ১০০০ পয়েন্ট, বিরাট ধস শেয়ার বাজারে, নেপথ্যে কোন কারণ?

বিরাট লোকসান হয়েছে কোন শেয়ারগুলিতে?

Blood bath in Share market as Sensex drops more than 1000 point
Published by: Anwesha Adhikary
  • Posted:December 17, 2024 4:43 pm
  • Updated:December 17, 2024 4:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেয়ার বাজারে বড়সড় ধস নামল মঙ্গলবার। এক হাজারেরও বেশি পয়েন্ট পড়ল সেনসেক্স। দিনের শেষে বাজার বন্ধ হওয়ার সময়ে ৮০ হাজারের সামান্য বেশি ছিল সেনসেক্সের সূচক। বিশ্লেষকদের মতে, আগামী কাল সুদের হার নির্ধারণ নিয়ে বৈঠকে বসতে চলেছে মার্কিন ব্যাঙ্ক। তার আগে বিনিয়োগকারীরা সতর্ক হয়ে পড়ার কারণেই ধস নেমেছে বাজারে।

সপ্তাহের প্রথম দিন থেকেই নিম্নমুখী ছিল শেয়ার বাজার। সোমবারের পর মঙ্গলবারও কমে যায় সেনসেক্সের সূচক। এদিন বাজার বন্ধের সময়ে দেখা যায়, ১০৬৪ পয়েন্ট পড়ে গিয়েছে সেনসেক্স। গতকালের তুলনায় ১.৩ শতাংশ পড়েছে সূচক। দিনের শেষে সেনসেক্স থেমেছে ৮০৬৮৪.৪৫ পয়েন্টে। বেহাল দশা নিফটিরও। ৩৩২ পয়েন্ট পড়ে গিয়ে ২৪৩৩৬ পয়েন্টে থেমেছে নিফটির সূচক। সবমিলিয়ে ২.৩৩ লক্ষ কোটি টাকা লোকসান হয়েছে বিনিয়োগকারীদের। বিরাট লোকসান হওয়ার তালিকায় রয়েছে রিলায়্যান্স, ইনফোসিস, এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ারগুলি।

Advertisement

কেন আচমকা রক্তক্ষরণ শেয়ার বাজারে? বিশ্লেষকদের মতে, এই পতনের নেপথ্যে রয়েছে পাঁচটি কারণ। প্রথমেই উঠে আসছে মার্কিন ব্যাঙ্কের বৈঠকের বিষয়টি। আগামী কাল সুদের হার নির্ধারণ করতে বৈঠকে বসবে মার্কিন ফেডেরাল রিজার্ভ। প্রাথমিকভাবে মার্কিন বাণিজ্যিক মহলের অনুমান, সুদের হার খানিকটা কমানো হতে পারে। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সাবধানী থাকছেন বিনিয়োগকারীরা।

এছাড়াও অক্টোবরের তুলনায় নভেম্বরে অনেকখানি কমেছে চিনের আর্থিক বৃদ্ধি। সেই ধারা বজায় রয়েছে এখনও, ফলে ভারতের বাজার থেকে আগ্রহ হারাচ্ছেন বিনিয়োগকারীরা। ডলারের দাম বৃদ্ধি, ভারতের রপ্তানি হ্রাসের জেরেও ধস নেমেছে শেয়ার বাজারে। তবে মার্কিন ব্যাঙ্কে সুদের হার কমলে ফের চাঙ্গা হবে ভারতের বাজার, আশায় বিনিয়োগকারীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement