Advertisement
Advertisement

Breaking News

Rape

দৃষ্টিহীন প্রৌঢ়াকে ধর্ষণ পরিবারেরই পরিচিতর! বাড়ি ফিরেই আত্মহত্যা নির্যাতিতার!

পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

Blind rape survivor allegedly ends her life in Karnataka। Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Biswadip Dey
  • Posted:June 4, 2023 12:42 pm
  • Updated:June 4, 2023 12:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়ির লোকেরা গিয়েছিলেন বিয়েবাড়িতে। সেই সুযোগে ৫৮ বছরের প্রৌঢ়াকে ধর্ষণের অভিযোগ উঠল পরিবারেরই পরিচিতর বিরুদ্ধে। তাঁর মেয়ের দাবি, হাসপাতাল থেকে বাড়ি ফিরেই কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন নির্যাতিতা। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে কর্ণাটকের (Karnataka) মাইসুরুতে। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

ঠিক কী হয়েছিল? পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজ্যের ব্যাসপুরা থান্ডা গ্রামের বাসিন্দা ছিলেন ওই মহিলা। তিনি থাকতেন তাঁর মেয়ে ও নাতিদের সঙ্গে। ঘটনার দিন সকলেই বিয়েবাড়ি যাওয়ায় একাই ছিলে প্রৌঢ়া। সেই সময়ই সেখানে হানা দেয় ৩২ বছরের এক যুবক। সে পরিবারেরই পরিচিত। অভিযুক্ত দৃষ্টিহীন ওই মহিলাকে ধর্ষণ (Rape) করে হুমকি দেয়, কাউকে কিছু জানালে বিপদে পড়তে হবে।

Advertisement

[আরও পড়ুন: ‘কোথায় আছিস বাবু…?’, রক্তাক্ত অবস্থায় ওড়িশা ট্রেন দুর্ঘটনায় নিখোঁজ ছেলেকে খুঁজছেন মা]

বাড়ি ফিরে মা’কে অসুস্থ অবস্থায় দেখতে পেয়ে সন্দেহ হয় মেয়ের। এরপরই তিনি তাঁকে নিয়ে হাসপাতালে যান। সেখানে স্পষ্ট হয়ে যায় কী ঘটেছে। খবর যায় পুলিশে। তদন্তকারী অফিসারকে অভিযুক্তদের নামও বলে দেন নির্যাতিতা। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু বাড়ি ফিরেই তিনি কীটনাশক খেয়ে আত্মহত্যা করেন বলে দাবি। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

[আরও পড়ুন: করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার আসল কারণ কী? অবশেষে জানালেন রেলমন্ত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement