Advertisement
Advertisement
আত্মহত্যা

মুসলিমদের গণপিটুনিতে মৃত দলিত যুবক, খুনিদের হুমকি পেয়ে আত্মঘাতী বাবা

ফের শিরোনামে রাজস্থানের আলোয়ার৷

Blind dalit man kills self after getting threat calls from son's killers
Published by: Sayani Sen
  • Posted:August 16, 2019 2:42 pm
  • Updated:August 16, 2019 6:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গণপিটুনিতে মৃত্যু হয়েছে ছেলের৷ থানায় অভিযোগ করেছিলেন৷ তবে তাতেও গ্রেপ্তার হয়নি অভিযুক্ত৷ পরিবর্তে তাদের কাছ থেকেই লাগাতার হুমকি পাচ্ছিলেন বাবা৷ মানসিক চাপ সহ্য করতে পারেননি দৃষ্টিহীন পুত্রহারা ব্যক্তি৷ শেষমেশ আত্মহত্যার পথ বেছে নিলেন তিনি৷ রাজস্থানের ভিওয়ান্ডির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন৷ 

[আরও পড়ুন: ‘কাশ্মীরিরা জন্তুর মতো খাঁচাবন্দি’, অমিত শাহকে চিঠি মেহবুবাকন্যার]

রাজস্থানের ফলসা গ্রামের বাসিন্দা হরিশ জাতভ গত ১৬ জুলাই মোটরবাইকে চড়ে যাচ্ছিলেন৷ আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে পথচলতি এক মহিলাকে ধাক্কা মারেন তিনি৷ এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা৷ দলিত পরিবারের সন্তানকে দুর্ঘটনার জন্য দায়ী করে বেধড়ক মারধর করেন এলাকাবাসী৷ দিল্লির সফদরজং হাসপাতালে ভরতি করা হয় তাঁকে৷ গুরুতর জখম অবস্থায় দু’দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েন তিনি৷ এরপর লড়াইয়ে হার মানেন৷ ওই হাসপাতালেই মৃত্যু হয় হরিশের৷ এই ঘটনায় স্থানীয় থানায় অভিযোগ দায়ের করে মৃতের পরিবার৷ ভারতীয় দণ্ডবিধির ৩২৩, ৩৪১ এবং ৩৪ ধারায় মামলা রুজু করা হয়৷ তবে এখনও গ্রেপ্তার হয়নি কেউই৷

Advertisement

গণপিটুনিতে ছেলের  মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে মামলা রুজু করাই ‘অপরাধ’ হরিশের দৃষ্টিশক্তিহীন বাবার৷ অভিযোগ, ছেলের খুনিরা ক্রমাগত ওই দলিত ব্যক্তিকে হুমকি দিতে থাকে৷ একদিকে ছেলের মৃত্যু আবার তার উপর সুবিচার না পাওয়া সঙ্গে খুনিদের হুমকি – সবমিলিয়ে মানসিক চাপে ছিলেন হরিশের বাবা৷ বৃহস্পতিবার বিষ খেয়ে আত্মহত্যা করেন তিনি৷ স্থানীয় হাসপাতালে ভরতি করা হলেও, বাঁচানো সম্ভব হয়নি ওই বৃদ্ধকে৷ এই ঘটনার জন্য পুলিশই পরোক্ষে দায়ী বলেই অভিযোগ নিহতের বড় ছেলের৷ তাঁর অভিযোগ, হরিশের মৃত্যুর তদন্তে উদাসীন পুলিশ৷ যদি ঠিকমতো তদন্ত করত, তাহলে তাঁর বাবাকে আত্মহত্যা করতে হত না৷

[আরও পড়ুন: ‘চিফ অফ ডিফেন্স স্টাফ’ পাচ্ছে ভারতীয় সেনা, জেনে নিন খুঁটিনাটি তথ্য]

নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে মুখ খুলতে চাননি পুলিশ আধিকারিকরা৷ ঘটনা তদন্তসাপেক্ষ বলেই দাবি আলোয়ারের পুলিশ সুপারের৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement