সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পেট্রো কেমিক্যাল কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ হারালেন ছ’জন শ্রমিক৷ আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও আটজন৷ এদিকে, এই দুর্ঘটনার পর থেকেই তিনজন শ্রমিক নিখোঁজ হয়ে গিয়েছেন৷ তাঁরা আদতে কোথায় গেলেন, সেই খোঁজেই চলছে তল্লাশি৷ মর্মান্তিক এই ঘটনার সাক্ষী উত্তরপ্রদেশের বিজনৌর৷
বুধবার সকালে স্বাভাবিক ছন্দেই বিজনৌরের নাগিনা রোডের মোহিত পেট্রো কেমিক্যাল কারখানায় কাজ শুরু হয়৷ সেই সময় শ্রমিকদের আনাগোনায় জমজমাট ছিল কারখানা চত্বর৷ লিক হয়ে যাওয়া একটি সিলিন্ডার সারাইয়ের কাজ চলছিল৷ আচমকা সেই সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে৷ প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা৷ ঘটনাস্থলে থাকা ছ’জন যুবক মুহূর্তের মধ্যেই মারা যান৷ বাকি আটজন শ্রমিকও গুরুতর আহত হন৷ তড়িঘড়ি তাঁদের জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ চিকিৎসকরা জানান, ওই আটজন শ্রমিকের শরীরের অধিকাংশই পুড়ে গিয়েছে৷ খুবই আশঙ্কাজনক অবস্থা প্রত্যেকের৷
বিজনৌরের পুলিশ সুপার উমেশ কুমার বলেন, ‘‘খবর পাওয়ার পরই বিশাল পুলিশবাহিনী ওই কারখানা চত্বরে পৌঁছায়৷ তড়িঘড়ি শুরু হয় উদ্ধারকাজ৷ বিস্ফোরণের তীব্রতায় অনেকের দেহ ছিন্নভিন্ন হয়ে গিয়েছে৷’’ কামালবীর, লোকেন্দ্র, রবি, চেত্রম, বিক্রান্ত এবং বাল গোবিন্দ নামে ছ’জন মারা গিয়েছেন৷ বিস্ফোরণের পর থেকে এখনও কপিল, পারভেজ ও অভয় রাম নামে তিনজন শ্রমিকের খোঁজ পাওয়া যাচ্ছে না৷ তাঁদের খোঁজ শুরু করেছে পুলিশ৷ বিস্ফোরণের পরই হাজার হাজার মানুষ ভিড় জমান কারখানা চত্বরে৷ তাঁদের সামাল দিতে কারখানার আশেপাশে অতিরিক্ত পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে৷
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিহতদের পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন৷ এছাড়াও আহতদের চিকিৎসায় যাতে কোনও সমস্যা না হয়, সেদিকে আধিকারিকদের নজর রাখার নির্দেশ দিয়েছেন তিনি৷ কারখানা মালিকের বিরুদ্ধে উপযুক্ত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নিহত ও আহত শ্রমিকদের পরিজনেরা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.