Advertisement
Advertisement

ভোটের দিনেও মাও নাশকতা ছত্তিশগড়ে, বুথের অদূরে আইইডি বিস্ফোরণ

কড়া নিরাপত্তার মধ্যেও বিস্ফোরণ ঘটাল মাওবাদীরা।

Blast in chhattisgarh on election day
Published by: Bishakha Pal
  • Posted:November 12, 2018 8:58 am
  • Updated:November 12, 2018 10:19 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটগ্রহণ পর্ব শুরু হতেই সমস্যা শুরু হল ছত্তিশগড়ে। ভোট বানচাল করতে বুথের অদূরে হামলা চালাল মাওবাদীরা। সোমবার সকাল ৮টা থেকে একাধিক বুথে শুরু হয়েছে ভোটগ্রহণ। আর তার কিছুক্ষণের মধ্যেই মেলে আইইডি বিস্ফোরণের খবর। ঘটনায় এখনও কেউ হতাহত হয়নি বলে জানা গিয়েছে।

ছত্তিশগড়ে শুরু হল বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব। রাজ্যের প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে মোট ৮টি জেলায়। তার মধ্যে রয়েছে ১৮টি বিধানসভা কেন্দ্র। যে সব এলাকায় ভোটগ্রহণ চলছে তার মধ্যে বেশিরভাগই মাওবাদী অধ্যুষিত। ইতিমধ্যেই ভোট বয়কটের ডাক দিয়েছে তারা। সেই হুমকি যে ফাঁকা আওয়াজ নয়, ভোটগ্রহণ শুরুর কিছুক্ষণের মধ্যেই তা প্রমাণ করে দিয়েছে মাওবাদীরা। দান্তেওয়াড়ার কটেকল্যাণে ভোটগ্রহণকেন্দ্রের দেড় কিমি দূরত্বে আইইডি বিস্ফোরণ ঘটায় তারা। তবে বিস্ফোরণের ফলে কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে খবর।

Advertisement

অবাধ ভোটের লক্ষ্যে ছত্তিশগড়ে আকাশপথে নজরদারি সেনার ]

মাওবাদী হানা রুখতে তৎপর রয়েছে প্রশাসনও। একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে নিরাপত্তারক্ষীরা। মোতায়েন করা হয়েছে ৬৫০ কোম্পানি সেনা, সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি৷ এছাড়া রাজ্য পুলিশের তরফে ৬৫ হাজার পুলিশ কর্মীকে ভোটে নিরাপত্তার কাজে ব্যবহার করা হচ্ছে৷ রয়েছে আধাসেনাও৷ সব মিলিয়ে মোট এক লক্ষ নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। অতিরিক্ত স্পর্শকাতর এলাকার বুথগুলিতে চপার ও ড্রোনের সাহায্যে আকাশপথে চলছে নজরদারি৷ বায়ুসেনা ও বিএসএফের ১০টি চপার নামানো হয়েছে৷ ভোটগ্রহণ যাতে নির্বিঘ্নে হয়, তাই জঙ্গলের একাধিক জায়গায় শুরু হয়েছে চিরুনি তল্লাশি। এছাড়া স্যাটেলাইট ছবির মাধ্যমে জঙ্গলে মাওবাদীরা লুকিয়ে আছে কি না, তাও পর্যবেক্ষণ করা হচ্ছে বলে খবর৷

ছত্তিশগড় বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোট বানচাল করতে যে উঠেপড়ে লাগবে মাওবাদীরা, আঁচ পাওয়া গিয়েছিল আগেই। গোয়েন্দাদের তরফে সতর্কও করা হয়েছিল। তার উপর রবিবারই কাঁকেরে পরপর সাতটি আইইডি বিস্ফোরণ ঘটে৷ কাঁকেরে আইইডি বিস্ফোরণে জখম হয়েছেন এক বিএসএফ আধিকারিক৷ খতম হয়েছে দুই মাওবাদী৷ উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রশস্ত্র৷ এর উপর সোমবারের বিস্ফোরণের পর নির্বাচন কতটা শান্তিপূর্ণ হবে, তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। তাই প্রথম দফার ভোট নির্বিঘ্নে ও শান্তিতে করাটাই এখন নির্বাচন কমিশনের কাছে এখন বড় চ্যালেঞ্জ৷

পাইলট মদ্যপ, টেক-অফের আগেই আটকে দিল এয়ার ইন্ডিয়া ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement