বিস্ফোরণের পর মসজিদের সামনে মানুষের ভিড়।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইদের ঠিক আগে বড়সড় বিস্ফোরণ মসজিদে। রবিবার এই ঘটনা ঘটে মহারাষ্ট্রের বিড জেলায়। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্ত দুই জন এলাকারই বাসিন্দা। ঘটনায় হতাহতের বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোরে হঠাৎ বড়সড় বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। খোঁজ নিয়ে জানা যায়, মসজিদের মধ্যেই এই বিস্ফোরণ ঘটেছে। ভোর ৪টে নাগাদ পুলিশকে এই বিস্ফোরণের খবর দেন গ্রাম প্রধান। তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হন তালাওয়াড়া থানার পুলিশ। তদন্তে জানা যায়, মসজিদের পিছনের দরজা দিয়ে ভিতরে প্রবেশ করেছিল অভিযুক্ত এক যুবক। এরপর জিলেটিন স্টিক দিয়ে মসজিদের মধ্যে এই বিস্ফোরণ ঘটানো হয়। এই ঘটনায় মসজিদের ভিতরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ধসে গিয়েছে দেওয়ালের একাংশ। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন বিডের পুলিশ সুপার নবনীত কানওয়াত ও অন্যান্য শীর্ষ আধিকারিকরা।
তদন্তে নেমে বিস্ফোরণে যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যেই স্থানীয় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারীদের অনুমান, এলাকায় সাম্প্রদায়িক হিংসা ছড়াতে এই ঘটনা ঘটিয়েছেন ওই দুই অভিযুক্ত। বিস্ফোরণকাণ্ডে তাঁদের সঙ্গে আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কোথা থেকে অভিযুক্তরা জিলেটিন স্টিক পেয়েছিল তাও জানার চেষ্টা করছে পুলিশ।
এদিকে এই ঘটনার পর কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গ্রামে পুলিশ পিকেট বসানো হয়েছে। বিপুল সংখ্যায় পুলিশ গোটা গ্রামে টহলদারি শুরু করেছেন। এলাকাবাসীকে আতঙ্কিত না হওয়ার জন্য আশ্বস্ত করা হচ্ছে পুলিশের তরফে। কোনওভাবেই যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় সেদিকে কড়া নজর রাখা হচ্ছে পুলিশের তরফে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.