প্রতীকী ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে উঠল চেন্নাইয়ের ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন প্লান্ট। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন ১ কর্মী। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও ১। বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছায় দমকলের ৫টি ইঞ্জিন।
এদিন দুর্ঘটনাটি ঘটে টন্ডিয়ারপেটের আইওসি প্লান্টে। এই বিষয়ে দমকলবাহিনীর এক আধিকারিক জানিয়েছেন, ইথানল ভর্তি ট্যাঙ্কে যখন ঝালাইয়ের কাজ চলছিল তখন বিস্ফোরণটি ঘটে। তিনি আরও জানান, “দমকলবাহিনী পৌঁছানোর আগেই আগুন নিভিয়ে ফেলা হয়েছিল। আইওসিএলের অভ্যন্তরীণ অগ্নি নির্বাপণ ব্যবস্থার সাহায্যেই আগুন নেভানো হয়।”
#WATCH | One person died and several others injured after the IOCL Plant Boiler burst in Chennai’s Tondiarpet. Fire tenders are present at the spot. More details awaited. pic.twitter.com/8G6mW3GDhE
— ANI (@ANI) December 27, 2023
জানা গিয়েছে, ঘটনাস্থলেই ওই ঝালাইকর্মীর মৃত্যু হয়। গুরুতর আহত ওই ব্যক্তিকে প্লান্ট কর্তৃপক্ষ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে টা এখনও স্পষ্ট নয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.