সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে কালো টাকার সন্ধান অব্যাহত৷ তল্লাশি চালিয়ে আয়কর বিভাগ উদ্ধার করছে কোটি কোটি কালো টাকা৷
ছত্তিশগড়ে আয়কর বিভাগের হানায় আবারও বাজেয়াপ্ত হল লক্ষাধিক টাকা৷ শুক্রবার এক ব্যক্তির বাড়িতে হানা দিয়ে আয়কর দপ্তর প্রায় ৭০ লক্ষ টাকা উদ্ধার করেছে৷ উদ্ধার হওয়া টাকার ৪৩ লক্ষ টাকা মিলেছে নতুন টাকায়৷
এখানেই থেমে নেই গোটা বিষয়টি৷ ওই ব্যক্তিকে জেরা করে জানা গিয়েছে, ব্যক্তির কাছে মজুত রয়েছে আরও ১০.৩ কোটি কালো টাকা৷ যদিও সেই টাকার উৎস সম্পর্কে কিছু জানা যায়নি বলে আয়কর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে৷ আয়কর বিভাগের অনুমান এই বহুল পরিমাণ টাকা আসলে কালো টাকা৷
টাকার উৎস জানতে ব্যক্তিকে জেরা করা হচ্ছে বলে জানা গিয়েছে৷ তদন্তের খাতিরে তাঁর নাম প্রকাশ্যে আনা হচ্ছে না বলেও জানানো হয়েছে আয়কর বিভাগের তরফে৷
অন্যদিকে মহারাষ্ট্রের নাসিকেও এদিন ১.৫ কোটি কালো টাকা উদ্ধার করল পুলিশ৷ উদ্ধার হওয়া সব টাকাই বাতিল হওয়া নোট বলে জানা গিয়েছে৷ এই ঘটনায় ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷
#FLASH: 11 people detained by Police with fake currency notes worth Rs 1.5 crores in Nashik (Maharashtra)
— ANI (@ANI_news) December 23, 2016
শুক্রবার দিল্লির আইজিআই বিমানবন্দর থেকেও একইভাবে উদ্ধার হল লক্ষাধিক কালো টাকা৷ এদিন সিআইএসএফ দিল্লির বিমানবন্দর থেকে ৫৩.৭৮ লক্ষ নতুন নোটের কালো টাকা উদ্ধার করে বলে জানা গিয়েছে৷ এর পাশাপাশি বাতিল নোটের ৪.২৯ লক্ষ টাকাও উদ্ধার করা হয়েছে বলেও খবর৷ বিমানবন্দরে এক বিদেশির কাছ থেকে এই কালো টাকা উদ্ধার হয়৷ এত টাকার উৎস কী তা খতিয়ে দেখছে পুলিশ৷ গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানানো হয়েছে পুলিশের তরফে৷
#FLASH CISF detects Rs 53.78 lakh(approx) in new currency notes & Rs 4.29 lakh in old currency from a foreign nat’l at Delhi’s IGI airport.
— ANI (@ANI_news) December 23, 2016
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.