Advertisement
Advertisement

গো-মাংস খায় বোল্ট, মন্তব্য করে বিপাকে বিজেপি সাংসদ

বিজেপি সাংসদের গো-মাংস খাওয়া নিয়ে এমন মন্তব্যে ঘোর বিতর্ক তৈরি হয়েছে৷

BJP's Udit Raj's tweet on Usain Bolt, creates debate in social media
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 29, 2016 9:34 pm
  • Updated:August 30, 2016 1:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওলিম্পিক শেষ হয়ে গিয়েছে৷ কিন্তু উসেইন বোল্টকে নিয়ে আলোচনা অব্যাহত৷ আর বিশ্বের দ্রুততম স্প্রিন্টারকে নিয়ে মন্তব্য করতে গিয়ে বিপাকে পড়লেন বিজেপি সাংসদ উদিত রাজ৷ সোশ্যাল মিডিয়ায় তাঁর মন্তব্য নিয়ে ইতিমধ্যেই বিতর্কের ঝড় উঠেছে৷

সারা বিশ্ব যখন থান্ডার বোল্টের গতি নিয়ে বিস্মিত, তখন খুব সহজেই বোল্টের সেই রহস্য টুইটারে ফাঁস করলেন এই বিজেপি সাংসদ৷ তিনি জানালেন, কীভাবে তিনটি ওলিম্পিকে মোট ন’টি সোনা জিতেছেন জামাইকান স্প্রিন্টার৷ টুইটে উদিত রাজ লিখেছেন, “বোল্টের প্রশিক্ষক তাঁকে গো-মাংস খাওয়ার পরামর্শ দিয়েছিলেন৷ আর তাতেই অনায়াসে ওলিম্পিকে ন’টি সোনা জিতে যান বোল্ট৷”

Advertisement

চলতি বছরই গো-মাংস খাওয়া নিয়ে দেশজুড়ে অসহিষ্ণুতার পরিবেশ তৈরি হয়েছিল৷ গো-মাংস বিক্রি ও খাওয়ার তীব্র প্রতিবাদ জানিয়েছিল বিজেপি৷ আর সেখানে বিজেপি সাংসদের গো-মাংস খাওয়া নিয়ে এমন মন্তব্যে ঘোর বিতর্ক তৈরি হয়েছে৷ ড্যামেজ কন্ট্রোল করতে আসরে নামেন উদিত রাজ৷ তিনি টুইট করেন, “আমার মন্তব্যের প্রধান বিষয়বস্তু গো-মাংস ছিল না৷ বরং প্রশিক্ষক যে বোল্টকে সঠিক পরামর্শ দিয়েছিলেন, সেটাই আমি জানাতে চেয়েছিলাম৷ খেলাধুলোর জন্য জামাইকার অনুন্নত পরিকাঠামোতেও যে বোল্ট সফল হয়েছেন, সেটা তুলে ধরতে চেয়েছিলাম৷ আমাদের দেশের ক্রীড়াবিদদের প্রশিক্ষকরাও ঠিক পরামর্শ দিলে হয়তো তাঁরাও সাফল্য পাবেন৷”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement