Advertisement
Advertisement

Breaking News

ভোটে জিতে ক্যাবিনেট মন্ত্রিত্ব প্রায় পাকা সিদ্ধার্থনাথের

হবু মুখ্যমন্ত্রী হিসাবে সিদ্ধার্থনাথের নামও আলোচনায় রয়েছে৷

BJP's Siddharthnath Singh will get a cabinet portfolio in UP
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 12, 2017 4:40 am
  • Updated:March 12, 2017 4:40 am  

হেমন্ত মৈথিল, লখনউ: ভোটে জিতে ক্যাবিনেট মন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত করলেন ভারতীয় জনতা পার্টির জাতীয় মহাসচিব সিদ্ধার্থনাথ সিং৷ প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর নাতি সিদ্ধার্থনাথ এলাহাবাদ পশ্চিম কেন্দ্র থেকে বড় ব্যবধানে জিতেছেন৷ তিনি হারিয়েছেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সমাজবাদী পার্টির প্রার্থী রিচা সিংকে৷ ওই কেন্দ্রে অপর প্রার্থী ছিলেন বহুজন সমাজ পার্টির পূজা পাল৷ সিদ্ধার্থনাথ পেয়েছেন ৮৫,৫১৮ টি ভোট৷ রিচা সিং পেয়েছেন ৬০,১৮২টি ভোট৷ পূজা পাল পেয়েছেন ৪০,৪৯৯টি ভোট৷

এলাদাবাদ জেলায় ১১টি বিধানসভা আসনের মধ্যে ৯টিতেই জিতেছে বিজেপি৷ সিদ্ধার্থনাথ যে আসনে জিতেছেন সেটিকে মাফিয়া ডন আতিক আহমেদ এবং সপার দুর্ভেদ্য দূর্গ মনে করা হত৷ কিন্তু সিদ্ধার্থনাথ ২৫ হাজার ভোটে জিতে সবাইকে চমকে দিয়েছেন৷ খুশি অমিত শাহ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ সূত্রের খবর, উত্তর প্রদেশে বিজেপি মন্ত্রিসভায় সিদ্ধার্থনাথের ক্যাবিনেট মন্ত্রী হওয়া প্রায় পাকা৷ তিনি পেতে পারেন কোনও গুরুত্বপূর্ণ দফতর৷ শোনা যাচ্ছে, হবু মুখ্যমন্ত্রী হিসাবে সিদ্ধার্থনাথের নামও আলোচনায় রয়েছে৷

Advertisement

এদিকে, উত্তরপ্রদেশে বিজেপির ঐতিহাসিক সাফল্যের শরিক হল কলকাতাও৷ সিদ্ধার্থনাথ সিংয়ের জয়কে সেলিব্রেট করলেন কলকাতায় বিজেপির রাজ্য দফতরের নেতৃবৃন্দ৷ পশ্চিমবঙ্গের বিজেপির দায়িত্বপ্রাপ্ত অন্যতম পর্যবেক্ষক হলেন সিদ্ধার্থনাথ সিং৷ দলের রাজ্য কমিটির সদস্য সোম মণ্ডল সকাল থেকেই ছিলেন সিদ্ধার্থনাথ সিংয়ের সঙ্গে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement