Advertisement
Advertisement

গোমাংস নিয়ে বিভেদের রাজনীতি করছে বিজেপি, কটাক্ষ ওয়াইসির

গোমাংস বিরোধী অভিযান নিয়ে এবার মুখ খুললেন আসাদউদ্দিন ওয়াইসি।

BJP's pursuing agenda of 'Yummy Mummy, says Owaisi
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 1, 2017 11:48 am
  • Updated:August 12, 2021 7:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে বিজেপির গোমাংস বিরোধী অভিযান নিয়ে এবার মুখ খুললেন ‘অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমিন’-র (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। তাঁর অভিযোগ গোমাংস নিয়ে বিভেদের রাজনীতি করছে বিজেপি। গেরুয়া দলটিকে কটাক্ষ করে ওয়াইসি বলেন, বিজেপির এজেন্ডায় উত্তরপ্রদেশের ‘গোমাতা’ উত্তর-পুর্বাঞ্চলের রাজ্যগুলিতে ‘মাংস’ হয়ে গিয়েছে।

[মাত্র ১ টাকা ভাড়ায় ১৭ কিমি যাওয়া যাবে এই বাসে]

শনিবার, নয়াদিল্লিতে বিজেপির উপর আক্রমণ শানিয়ে ওয়াইসি বলেন, গুজরাট ও উত্তরপ্রদেশে কসাইখানা বন্ধ করে বকলমে মুসলিম সম্প্রদায়কে নিশানা বানিয়েছে গেরুয়া শিবির। যদিও মণিপুর, নাগাল্যাণ্ড ও মেঘালয়ে গোমাংস নিয়ে সম্পূর্ণ বিপরীত অবস্থান নিয়েছে বিজেপি। প্রসঙ্গত, নির্বাচনে জিতলে দেশের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে গোমাংসের উপর নিষেধাজ্ঞা জারি করা হবে না বলে ঘোষণা করেছে বিজেপি।

Advertisement

[‘উগ্র হিন্দুত্ববাদে অনুপ্রাণিত ভারতই প্রথম পরমাণু অস্ত্র প্রয়োগ করবে’]

উল্লেখ্য, নির্বাচনী প্রতিশ্রুতি পুরণ করে উত্তরপ্রদেশে ক্ষমতায় এসেই অবৈধ কসাইখানার বিরুদ্ধে অভিযান শুরু করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উল্লেখ্য, এবার গুজরাটে গো-হত্যায় দোষী সাব্যস্ত হলে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে। তাৎপর্যপূর্ণ ভাবে যোগীর পথ ধরেই উত্তরাখণ্ড, রাজস্থান, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশ প্রশাসনও বেআইনি কসাইখানা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে৷ বিজেপি শাসিত রাজ্যগুলি যে এক পথ ধরেই চলছে এমনটাই পর্যবেক্ষণ বিশেষজ্ঞদের৷

[রাষ্ট্রপতি হোন মোহন ভাগবতই, দাবি মুসলিম কংগ্রেস নেতার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement