Advertisement
Advertisement

‘পরিবর্তন র‍্যালি’ থেকে কংগ্রেসকে জোরাল আক্রমণ অমিত শাহের

আক্রমণ মুলায়মকেও৷

BJP’s ‘Parivartan yatra’ kick starts at Saharanpur
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 5, 2016 7:09 pm
  • Updated:January 11, 2021 5:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ‘পরিবর্তন র‍্যালির’ সূচনা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ শনিবার সাহারানপুরে একটি প্রকাশ্য জনসভার মধ্যে দিয়ে র‍্যালির সূচনা করেন বিজেপির সেনাপতি৷

উত্তরপ্রদেশের একটি গুরুত্বপূর্ণ মিউনিসিপ্যাল কর্পোরেশন হল সাহারানপুর৷ সেখান থেকেই শনিবার সরাসরি সমাজবাদী পার্টির মধ্যে দ্বন্দ্বকে হাতিয়ার করে মুলায়মের বিরুদ্ধে তোপ দাগেন শাহ৷ বিজেপি প্রেসিডেন্ট বলেন, “যাঁদের উপর উন্নয়নের ভার দেওয়া হয়েছে, তাঁরা একে অপরকে অপমানিত করতে ব্যস্ত৷ কাকা ভাইপোকে গালাগালি করেন, ভাইপো করেন কাকাকে৷”

Advertisement

‘এক পদ এক পেনশন’ ইস্যুতে কংগ্রেসকে বিঁধতেও কসুর করেননি অমিত শাহ৷ তাঁর অভিযোগ, ইউপিএ জমানায় সেনাকর্মীদের পেনশনের বিষয়টি সম্পূর্ণ অগ্রাহ্য করা হয়েছে৷ এদিন আত্মঘাতী সেনাকর্মী রাম কিষান গ্রেওয়ালের আত্মার শান্তি কামনা করেন অমিত শাহ৷ তবে কারও ব্যক্তিগত ট্র্যাজেডির জন্য সরকারকে দোষ দেওয়ার বিরোধিতা করে কংগ্রেস ও আম আদমি পার্টির তীব্র সমালোচনা করেন বিজেপি সেনাপতি৷ সাহারানপুর থেকে শুরু হওয়া বিজেপির ‘পরিবর্তন র‍্যালি’ আগামী ৫০ দিন ধরে ১০৯টি বিধানসভা কেন্দ্র ঘুরে শেষ হবে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement