বিজেপি থিঙ্ক ট্যাঙ্ক। ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্য দলের নেতাদের দলে যোগদান করানোর আগেও শুদ্ধিকরণ চাইছে বিজেপি। যারা যোগদান করছেন তাঁরা আদৌ বিজেপিতে (BJP) যোগদান করার যোগ্য কিনা, আদর্শগতভাবে তাঁরা বিজেপির সঙ্গে সহমত কিনা, এসব খতিয়ে দেখতে একটি কমিটি গড়তে চলেছে গেরুয়া শিবির। যা লোকসভার আগে তাৎপর্যপূর্ণ।
২০১৪ সালে বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকে ভারতীয় রাজনীতিতে দলবদলের নতুন ধারা শুরু হয়েছে। প্রায় প্রতিটি রাজ্যেই বিরোধী দলের বড় নেতাদের যোগদান করিয়েছে বিজেপি। মধ্যপ্রদেশ, কর্নাটক, গোয়া, মণিপুরের (Manipur) মতো রাজ্যে রাতারাতি সরকার বদলের মতো ঘটনাও ঘটে গিয়েছে। এই মুহূর্তে দেশের অধিকাংশ রাজ্যেই বিজেপির প্রদেশ নেতৃত্বের একটা বড় অংশ দলবদলু।
এই দলবদলুদের সুবাদেই বিজেপি এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। আবার অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে দলবদলুদের বাড়বাড়ন্তের জন্য নিজেদের মূল আদর্শ থেকে সরে যাচ্ছে গেরুয়া শিবির। দলের অনেক নেতা গেরুয়া ভাবধারার সঙ্গে মানিয়ে নিতে পারছেন না। ফলে দলের প্রচারে সমস্যা দেখা দিচ্ছে। লোকসভার আগে তাই দেদার দলে যোগদানে রাশ টানতে চায় গেরুয়া শিবির। বলা ভালো, অন্যদল থেকে ‘বেনোজল’ ঢোকা আটকাতে চায় গেরুয়া শিবির। সেকারণেই এবার অন্য দল থেকে দলে নেওয়ার আগে নেতাদের যাচাই করে নেওয়া হবে।
বিজেপি সূত্রের খবর, দলে নতুন নেতাদের যোগদান করানোর আগে যাচাই করা হবে। সবাইকে আর দলে যোগদানের সুযোগ দেওয়া হবে। যাঁদের আদর্শগতভাবে দলের সঙ্গে মিল আছে। এবং যাঁদের দলে নিলে বিজেপির লাভ হবে, শুধু সেই সব নেতাদেরই নেওয়া হবে। কারা দলে যোগদানের সুযোগ পাবেন, সেটা ঠিক করাই ওই কমিটির কাজ। কমিটিতে কারা থাকছেন সেটা এখনও ঘোষণা করা হয়নি। তবে জানা গিয়েছে, ওই কমিটি আগামী ৬ জানুয়ারি প্রথমবার বৈঠকে বসবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.