সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের প্রধান বিচারপতির বাড়িতে গণেশ পুজোয় যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী! বুধবার রাতে এই ছবি ছড়িয়ে পড়তেই নানা রকম প্রশ্ন ওঠা শুরু করেছে সোশাল মিডিয়ায়। বিরোধীরা খোঁচা দিতে শুরু করে। এবার তার পালটা দিল বিজেপি। ২০০৯ সালের একটি ছবি শেয়ার করেছে গেরুয়া শিবির। সেখানে দেখা যাচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং আয়োজন করেছিলেন এক ইফতার পার্টির। যেখানে ছিলেন তৎকালীন প্রধান বিচারপতি কে জি বালকৃষ্ণণও।
বিজেপির মুখপাত্র শেহজাহ পুনাওয়ালা সোশাল মিডিয়ায় পোস্ট করে লিখেছিলেন, ‘২০০৯- প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ইফতার পার্টিতে যোগ দিয়েছিলেন তৎকালীন প্রধান বিচারপতি কে জি বালকৃষ্ণণ। শশশ- এটাই সেকুলার… ন্যায়ব্যবস্থা নিরাপদে আছে। আর প্রধানমন্ত্রী মোদি প্রধান বিচারপতির বাড়িতে গণেশপুজোয় যোগ দিলেই- হে ঈশ্বর! ন্যায় ব্যবস্থার সঙ্গে আপস হয়েছে।’ প্রসঙ্গত, বিজেপি যে ছবি শেয়ার করেছে তাতে দেখা যাচ্ছে বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী, সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি ও আরজেডির লালুপ্রসাদ যাদব।
উল্লেখ্য, বুধবার সন্ধেয় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বাড়িতে গণেশপুজোয় যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একটি ভিডিওতে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে হাজির ছিলেন সস্ত্রীক বিচারপতি চন্দ্রচূড়। তারপর একসঙ্গে প্রধান বিচারপতি চন্দ্রচূড়, তাঁর স্ত্রী কল্পনা দাস এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সিদ্ধিদাতার আরতিও করতে দেখা যায়। যদিও এর পর বেশিক্ষণ প্রধান বিচারপতির বাড়িতে থাকেননি মোদি। সৌজন্য সাক্ষাৎ সেরে বেরিয়ে যান বলেই খবর।
এর পরই শুরু হয় বিতর্ক। শিব সেনার উদ্ধব শিবিরের নেতা সঞ্জয় রাউত বলছেন, এই ধরনের সাক্ষাৎ সংশয় তৈরি করেছে। তাঁর সাফ কথা, শিব সেনার প্রতীক সংক্রান্ত যে মামলা প্রধান বিচারপতির বেঞ্চে চলছে, সেটা থেকে তাঁর নিজেকে সরিয়ে নেওয়া উচিত। তাঁর সাফ কথা, বিচারপতির সঙ্গে বিজেপির যোগাযোগ প্রকাশ্যেই দৃশ্যমান। প্রধান বিচারপতির এসব থেকে বিরত থাকা উচিত। আরজেডি নেতা মনোজ ঝাঁও বলছেন, গণেশপুজো তো ব্যক্তিগত বিষয়। সেখানে এভাবে ক্যামেরা নিয়ে গিয়ে যে ছবি প্রকাশ করেছে, সেটা অস্বস্তিকর বার্তা দেয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.