Advertisement
Advertisement

Breaking News

BJP

ঋণ মুকুব থেকে ২৫ লক্ষ চাকরি, মহারাষ্ট্রের ইস্তেহারে মহিলাদের জন্যও কল্পতরু বিজেপি

মহিলাদের জন্য মাসে ২,১০০ টাকা ভাতা দেওয়ার ঘোষণা বিজেপির।

BJP's manifesto for Maharashtra Elections
Published by: Amit Kumar Das
  • Posted:November 10, 2024 2:09 pm
  • Updated:November 10, 2024 2:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ২০ নভেম্বর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। সে দিকে নজর রেখে রবিবার মারাঠাভূমে ইস্তেহার প্রকাশ করল বিজেপি। যেখানে কৃষকদের ঋণ মুকুব, যুবসম্প্রদায়ের চাকরি ও মহিলাদের আর্থিক সাহায্য-সহ একগুচ্ছ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এদিন ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস, রাজ্য বিজেপি সভাপতি চন্দ্রশেখর বাবনকুল-সহ অন্যান্য নেতারা।

বিজেপির ইস্তেহারপত্রে মূলত কৃষক, মহিলা ও যুবসম্প্রদায়ের ভোটকে টার্গেট করে তাদের জন্য ঢালাও উপহার ঘোষণা করেছে বিজেপি। ইস্তেহারপত্রের শুরুতেই কৃষকদের ঋণ মুকুবের ঘোষণা করা হয়েছে বিজেপির তরফে। মহিলাদের জন্য প্রতি মাসে ২,১০০ টাকা করে ভাতা দেওয়ার ঘোষণা করা হয়েছে। বার্ধক্য ভাতা মাসে ১৫০০ টাকার পরিবর্তে বাড়িয়ে ২১০০ টাকা করে দেওয়া হবে বলে জানানো হয়েছে, এছাড়া মহারাষ্ট্রের ২৫ লক্ষ যুবককে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইস্তেহারপত্রে। এর পাশাপাশি ইস্তেহারে বিজেপি দাবি করেছে, ক্ষমতায় এলে ২০২৮ সালের মধ্যে মহারাষ্ট্রকে এক ট্রিলিয়ন অর্থনীতির রাজ্য হিসেবে গড়ে তুলবে তারা।

Advertisement

মহারাষ্ট্রকে এক ট্রিলিয়ন অর্থনীতির রাজ্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ভারত গোটা বিশ্বের মধ্যে পঞ্চম বৃহত্তর অর্থনীতির দেশ হিসেবে পৌঁছে গিয়েছে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি ২০২৭ সালের মধ্যে আমাদের দেশ তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হবে। ভারত অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এই এগিয়ে যাওয়ার পথে মহারাষ্ট্র যাতে পিছিয়ে না পড়ে তার জন্য বিজেপিকে ভোট দেওয়ার আবেদন জানান স্বরাষ্ট্রমন্ত্রী। একইসঙ্গে বিরোধী জোট মহাবিকাশ আঘাড়িকে তোপ দেগে শাহ বলেন, “ওরা প্রতিশ্রুতি দেয় কিন্তু তা পুরণ করে না। হিমাচল, তেলেঙ্গানা, কর্নাটকের মতো রাজ্যগুলিতে কংগ্রেস ক্ষমতায় আছে কিন্তু ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতি আজও ওরা পুরণ করেনি।

উল্লেখ্য, আগামী ২০ নভেম্বর মহারাষ্ট্রের ২৮৮ আসনে হতে চলেছে বিধানসভা নির্বাচন। যেখানে একদিকে রয়েছে মহাবিকাশ আঘাড়ি। যেখানে রয়েছে কংগ্রেস, শিবসেনা (উদ্ধব) ও এনসিপি (শরদ)। অন্যদিকে, এনডিএ জোটের লড়াইয়ে রয়েছে বিজেপি, শিবসেনা (শিন্ডে) ও এনসিপি (অজিত)। আগামী ২৩ নভেম্বর মহারাষ্ট্র নির্বাচনের ফল ঘোষণা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement