Advertisement
Advertisement

Breaking News

প্রজ্ঞা ঠাকুর

সাধ্বী প্রজ্ঞার বিরুদ্ধে প্রচারে নারাজ মধ্যপ্রদেশ বিজেপির মুসলিম মুখ

আবারও কমিশনের কোপে পড়লেন সাধ্বী প্রজ্ঞা৷

BJP's lone Muslim face in Bhopal refuses to campaign for Pragya Thakur
Published by: Tanujit Das
  • Posted:April 26, 2019 12:49 pm
  • Updated:April 26, 2019 12:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৮-র মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে তিনিই ছিলেন বিজেপির একমাত্র মুসলিম প্রার্থী৷ গেরুয়া শিবিরের বিরুদ্ধে যে সাম্প্রদায়িক রাজনীতি করার অভিযোগ ওঠে তা বরাবরই খারিজ করে এসেছেন তিনি৷ উদাহরণ হিসাবে তুলে ধরেছেন নিজেকে৷ কিন্তু লোকসভা নির্বাচনের আগে পরিস্থিতি বদলে গিয়েছে৷ ভোপাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞা যেভাবে একের পর এক বিতর্কিত মন্তব্য করছেন, তাঁতে যথেষ্ট অস্বস্তিতে পড়েছেন মধ্যপ্রদেশে বিজেপির পরিচিত মুসলিম মুখ ফতেমা রসুল সিদ্দিকি৷ সিদ্ধান্ত নিয়েছেন প্রার্থীর হয়ে প্রচারে অংশ গ্রহণ করবেন না তিনি৷

[আরও পড়ুন: শংকর লালওয়ানির নেপথ্যে ইন্দোরে ভোটযুদ্ধের রাশ সুমিত্রা মহাজনের হাতে ]

Advertisement

সংবাদমাধ্যমকে ফতেমা জানান, বাবরি মসজিদ ও শহিদ হেমন্ত কারকরেকে নিয়ে যে নিম্নরুচির মন্তব্য করেছেন সাধ্বী প্রজ্ঞা, তাতে তিনি ব্যথিত৷ তাঁর মতে, ‘‘সাম্প্রদায়িক উসকানিমূলক ও আপত্তিকর মন্তব্য করে বারবার পরিস্থিতি খারাপ করে তুলতে চাইছেন বিজেপি প্রার্থী৷ যা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়৷’’ ঠিক সেকারণেই প্রজ্ঞার প্রচার অভিযানে না সামিল হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভোপাল উত্তর বিধানসভা কেন্দ্র থেকে পরাজিত বিজেপি প্রার্থী৷ যদিও দল ছাড়ার কোনও পরিকল্পনা নেই বলেই জানিয়েছেন ফতেমা৷ তিনি বলেন, ‘‘মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের দ্বারা প্রভাবিত হয়ে আমি রাজনীতিতে এসেছি৷ শিবরাজ সিং চৌহানের মুসলিমদের সঙ্গেও যথেষ্ট ভাল যোগাযোগ রয়েছে৷ এমন আলটপকা মন্তব্য করে, সাধ্বী প্রজ্ঞা শিবরাজ সিং চৌহানের অমর্যাদা করছেন৷’’

[আরও পড়ুন: গার্হস্থ্য হিংসার অভিযোগে আদালতে বিপ্লব দেবের স্ত্রী, জল্পনা বাড়ছে ফেসবুক পোস্টে]

মধ্যপ্রদেশের প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেস নেতা রসুল আহমেদ সিদ্দিকির মেয়ে ফতেমা একজন মেডিক্যাল ছাত্রী৷ ২০১৮-র নভেম্বরে বিজেপিতে যোগ দেন তিনি৷ এবং সেবছরই মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনে ভোপাল উত্তর বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন৷ তবে পরাজিত হন কংগ্রেসের আরিফ আকিলের কাছে৷ অন্যদিকে, বিতর্কিত মন্তব্য করায় এই নিয়ে তৃতীয়বার সাধ্বী প্রজ্ঞাকে নোটিস পাঠাল নির্বাচন কমিশন৷ প্রবীণ কংগ্রেস নেতা তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং-কে  সন্ত্রাসবাদী বলায় এবার তাঁকে নোটিস পাঠাল কমিশন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement