Advertisement
Advertisement

Breaking News

Locket Chatterjee

সংসদীয় কমিটিতে ফের ব্রাত্য তৃণমূল! বড় দায়িত্ব পেলেন বিজেপির লকেট

ফের রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ বিজেপির বিরুদ্ধে।

BJP's Locket Chatterjee to lead parliamentary Committee on food | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:September 17, 2023 12:26 pm
  • Updated:September 17, 2023 12:26 pm  

নন্দিতা রায়, নয়াদিল্লি: রাজ‌্যসভা ও লোকসভা মিলিয়ে সংসদে তৃণমূল কংগ্রেসের সদস‌্য সংখ‌্যা ৩৬। অর্থাৎ সাংসদ সংখ্যার বিচারে তৃতীয় বৃহত্তম দল তৃণমূল। অথচ, একের পর এক সংসদীয় কমিটির চেয়ারম্যানের পদ থেকে ব্রাত্য করে রাখা হচ্ছে এরাজ্যের শাসক দলকে। রবিবার সংসদের আরও একটি কমিটি ঘোষিত হয়েছে। তাতেও চেয়ারম্যান পদ দেওয়া হল না তৃণমূলকে (TMC)।

জানানো হয়েছে সংসদের ক্রেতা সুরক্ষা, খাদ্য এবং জনবণ্টন সংক্রান্ত কমিটির চেয়ারম্যান হবেন লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। অথচ ওই কমিটিতে রয়েছেন তৃণমূলের লোকসভার দলনেতা তথা প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সুদীপবাবু (Sudip Bandyopadhyay) একটা সময় এই কমিটির চেয়ারপার্সন ছিলেন। গতবার তাঁকে সরিয়ে লকেটকে আনা হয়। এবারেও তাঁকেই দায়িত্ব দেওয়া হয়েছে। সুদীপকে রাখা হয়েছে সাধারণ সদস্য হিসাবে।

Advertisement

[আরও পড়ুন: হকার উচ্ছেদ ঘিরে রণক্ষেত্র হাওড়া স্টেশন, লাঠিচার্জ আরপিএফের]

এর আগে গত অক্টোবরে সংসদের ২৪টি স্থায়ী কমিটি ঘোষণা করা হয়েছিল। একটিতেও চেয়ারম্যানের পদ তৃণমূলকে (TMC) দেওয়া হয়নি। ওই নিয়ে তৃণমূলের প্রতিবাদের পরেও আরও ৩২টি অন‌্যান‌্য কমিটি ঘোষণা করা হয়। তারও কোনওটিতে চেয়ারম্যান পদ দেওয়া হয়নি তৃণমূলকে। এবার ক্রেতা সুরক্ষা, খাদ্য এবং জনবণ্টন সংক্রান্ত কমিটির চেয়ারম্যান পদও দেওয়া হল না তৃণমূলকে।

[আরও পড়ুন: রেলট্র্যাক, সিগন্যালিংয়ের কাজ, রবিবার হাওড়া শাখায় বাতিল বেশ কয়েকটি ট্রেন]

বাংলার শাসকদলের দাবি, এটা বিজেপির সংকীর্ণ রাজনীতির উদাহরণ। বিজেপি সংসদীয় রাজনীতির তোয়াক্কা করে না। তবে কোনও কমিটির চেয়ারম‌্যান পদ চেয়ে কেন্দ্রের কাছে দরবার করা হবে না বলেই খবর তৃণমূল সূত্রের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement