Advertisement
Advertisement
BJP's Haryana Ally

‘বিজেপি আমাদের আটকাতে পারবে না’, লোকসভার আগে অমিত শাহকে চ্যালেঞ্জ জোটসঙ্গীর

বিরোধীরা যখন একজোট হচ্ছে তখনই সঙ্গীহীন হওয়ার আশঙ্কা বিজেপির।

BJP's Haryana Ally Delivers A Rejoinder To Amit Shah's 2024 | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:June 22, 2023 4:22 pm
  • Updated:June 22, 2023 4:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাটনায় সম্মিলিত বিরোধীদের বৈঠক এমনিতেই রক্তচাপ বাড়াচ্ছে। এবার বিজেপির অস্বস্তি আরও বাড়াল জোটসঙ্গী জননায়ক জনতা পার্টি (JJP)। জেজেপি সুপ্রিমো দুষ্মন্ত চৌটালা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উদ্দেশে একপ্রকার চ্যালেঞ্জ ছুঁড়ে বলে দিলেন,”বিজেপি আমাদের আটকাতে পারবে না। আমরা ১০ আসনেই লড়ব।”

আসলে চলতি সপ্তাহেই অমিত শাহ (Amit Shah) গিয়েছিলেন হরিয়ানায়। ‘অখুশি’ জোট শরিকদের বার্তা দিয়ে সেরাজ্যে তিনি ঘোষণা করে আসেন, “হরিয়ানার ১০ আসনেই লড়াই করার ক্ষমতা আছে বিজেপির। সেই মতোই প্রস্তুতি নিচ্ছে দল।” দুষ্মন্ত চৌটালার জেজেপিতে বিজেপির প্রতি অসন্তোষের যে আগুন ধিকি ধিকি জ্বলছিল, শাহী মন্তব্যে সেটা একেবারে যেন দপ করে জ্বলে উঠল। দুষ্মন্ত চৌটালার বক্তব্য, “বিজেপি যেমন ১০ আসনে লড়তে পারে, আমরাও পারি। আমরা যেমন বিজেপিকে রুখতে পারব না। বিজেপিও আমাদের রুখতে পারবে না।”

Advertisement

[আরও পড়ুন: ‘বাংলার মানুষকে হতাশ করেছেন নির্বাচন কমিশনার’, বিতর্কের মধ্যে মুখ খুললেন রাজ্যপাল]

২০১৯ সালে ৯০ আসনের হরিয়ানা বিধানসভায় ৪০ আসন জেতে বিজেপি। পরে কয়েকজন নির্দল এবং জননায়ক জনতা পার্টির হাত ধরে সরকার গড়ে গেরুয়া শিবির। সঙ্গে যোগ দেন কয়েকজন নির্দল বিধায়কও। কিন্তু জননায়ক জনতা পার্টির সঙ্গে বিজেপির সেই সংসার সুখের হয়নি। কৃষি আইন (Farm Law) থেকে শুরু করে সাম্প্রতিক কুস্তিগিরদের বিক্ষোভ পর্যন্ত একাধিক ইস্যুতে দুই শিবিরের মতানৈক্য প্রকাশ্যে এসেছে। এমনকী শোনা যাচ্ছে, জেজেপি এবং বিজেপি ২০১৯ লোকসভা তথা হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগেই বিচ্ছেদের পথে এগোচ্ছে।

[আরও পড়ুন: Panchayat Election 2023: তিনি কি পদত্যাগ করতে পারেন? জল্পনার মধ্যেই মুখ খুললেন রাজীব সিনহা]

জেজেপি জানিয়ে দিয়েছে, আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের ১০ আসনেই লড়তে চায় তাঁরা। এমনকী বিধানসভাতেও ৯০ আসনে লড়াই করার বার্তা দিয়েছেন দুষ্মন্ত চৌটালা। তিনি বলছেন, আমরা মাত্র ১০ আসনের দল হয়ে আলাদা করে থাকতে পারি না।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement