Advertisement
Advertisement

Breaking News

অনুবাদের ভুলেই বিভ্রান্তি, বিতর্কিত সাক্ষাৎকার নিয়ে সাফাই গড়করির                   

'রাহুল গান্ধী কবে থেকে মারাঠি বুঝতে শুরু করলেন?'

BJP's Bitin Gadkari clarifies on interview row
Published by: Monishankar Choudhury
  • Posted:October 11, 2018 10:20 am
  • Updated:October 11, 2018 1:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “রাহুল গান্ধী কবে থেকে মারাঠি বুঝতে শুরু করলেন? ওঁর উচিত ছিল ভাল করে মারাঠি জেনে তারপর টুইট করা।” তাঁর বিতর্কিত ভিডিও টুইটারে পোস্ট করার একদিন পরেই কংগ্রেস সভাপতিকে চড়া সুরে কটাক্ষ করলেন কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী  নীতীন গড়করি। তিনি বলেছেন, ভিডিওটি ভিত্তিহীন এবং বিষয়টিকে বিকৃত করা হয়েছে।

বুধবার সাংবাদিক সম্মেলেনে গড়করি বলেন, “ওই ভিডিওটি সম্পূর্ণ মারাঠিতে। সেখানে আমি বলেছি এক কথা, আর একটি সংবাদপত্রে দু’-তিন কলামের সংবাদ হিসাবে প্রকাশ করা হয়েছে। যার সম্পূর্ণ অর্থই ভুল।” তিনি আরও জানান, তাঁদের আধিকারিকদের কাছে পুরো ভিডিওটি আছে। সেখানে তিনি ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি’ বা ‘১৫ লক্ষ টাকা’র কোনও প্রসঙ্গই উল্লেখ করেননি। মঙ্গলবার গড়করির একটি মারাঠি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকার নিয়ে বিতর্ক দেখা দেয়। সাক্ষাৎকারটি মারাঠিতে ছিল। ইংরেজি সাবটাইটেলে তাঁর বক্তব্যের যে অর্থ করা হয়েছে তাতেই বিতর্কের সূত্রপাত। সেই ভিডিওটিই নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করেন রাহুল গান্ধী। লোকসভা নির্বাচনের আগেই এগেন বিতর্কে রীতিমতো উদ্বিগ্ন হয়ে পরে গেরুয়া শিবির৷   

মোদির টিমের গুরুত্বপূর্ণ সদস্যের মুখ থেকে এই বিতর্কিত কথা মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে কার্যত তা লুফে নিয়েছে কংগ্রেস৷ গড়কড়ির মন্তব্যের ভিডিও টুইট করে বিজেপিকে আক্রমণ শানিয়েছেন খোদ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ মিথ্যের উপর ভিত্তি করেই বিজেপি দেশ শাসন করছে বলে গেরুয়া শিবিরকে বিদ্ধ করেন তিনি৷ এনডিএ-র সমালোচনায় মুখর হয়েছে অন্য বিরোধীরাও৷ এবার পালটা এক বিজেপি নেতার কটাক্ষ, জার্মানি না গিয়ে নিজের দেশের ভাষাজ্ঞান বাড়ানো উচিত রাহুলের৷ না হলে ‘পাপ্পু কোনওদিন পাশ করবে না’৷প্রসঙ্গত, ভোটের মুখে এক অপরের দিকে তোপ দাগা শুরু করেছে শাসক-বিরোধী দু’পক্ষই৷ রাজনীতিবিদদের মতে, অতিরিক্ত আগ্রাসী হতে গিয়ে মাঝে-মাঝেই হাস্যকর কাজ করেন তিনি৷ ফলে রাজনীতির আঙিনায় তাঁর অপরিপক্কতা সামনে  আসে৷

[সেনা-জঙ্গি গুলি বিনিময়ে উত্তপ্ত উপত্যকা, ধৃত একাধিক সন্ত্রাসবাদী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement