Advertisement
Advertisement

Breaking News

PM Modi

করোনায় মৃতদের ডেথ সার্টিফিকেটেও মোদির ছবি থাকা উচিত, খোঁচা জোটসঙ্গীরই

এই মন্তব্য ঘিরে বিতর্ক দানা বেঁধেছে।

BJP's ally slams by saying PM Modi ’s pic should be on COVID-19 patients’ death certificates | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:May 24, 2021 6:11 pm
  • Updated:May 24, 2021 6:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা টিকার সার্টিফিকেটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) ছবি থাকা নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে। এবার সেই সার্টিফিকেটে নিজেদের ছবি রাখবেন বলে দাবি করেছেন কোনও কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী। এবার সেই ছবির রাজনীতি নিয়ে প্রধানমন্ত্রীকে বিঁধলেন এনডিএ-র শরিক হিন্দুস্তার আওয়ামি মোর্চার প্রধান জিতন রাম মাঝি। তাঁর কথায়, ভ্যাকসিন সার্টিফিকেটে প্রধানমন্ত্রীর ছবি থাকলে, করোনায় মৃতদের সার্টিফিকেটেও নরেন্দ্র মোদির ছবি রাখতে হবে। তাঁর এই মন্তব্য ঘিরে বিতর্ক দানা বেঁধেছে।

দেশজুড়ে মারণ থাবা বসিয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। প্রতিদিনই সংক্রমিত হচ্ছেন কয়েক লক্ষ মানুষ। মৃত্যু হয়েছে হাজার-হাজার মানুষের। এই পরিস্থিতির জন্য কেন্দ্রকেই নিশানা করছেন বিরোধীরা। এদিকে করোনার বিরুদ্ধে লড়াইয়ের প্রধান হাতিয়ার ভ্যাকসিন বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। কিন্তু সেই টিকাকরণ চলছে ধীর গতিতে। এই পরিস্থিতির জন্যও মোদি সরকারকে কাঠগড়ায় তুলেছেন বিরোধীরা। এবার সেই সুরে সুর মেলালেন বিজেপির বিশ্বস্ত সঙ্গী হিন্দুস্তার আওয়ামি মোর্চার প্রধানও।

Advertisement

[আরও পড়ুন: ২০২২-এ উত্তরপ্রদেশ জয়ে কাঁটা করোনা! দিশা খুঁজতে মোদি-শাহের সঙ্গে বৈঠকে RSS]

করোনা পরিস্থিতিতে মোকবিলা নিয়ে মোদিকে বিঁধেছেন জিতন রাম মাঝি। টুইটারে তিনি লিখেছেন, কোভিড টিকার সার্টিফিকেটে প্রধানমন্ত্রীর ছবি থাকলে করোনা সংক্রমণে যাঁদের মৃত্যু হচ্ছে তাঁদের ডেথ সার্টিফিকেটেও মোদির ছবি রাখতে হবে। বিঁধেছিলেন বিহারের মুখ্যমন্ত্রীকেও। বলেছিলেন, করোনায় মৃত্যুর দায় মুখ্যমন্ত্রীকেও নিতে হবে। যদিও পরে তিনি সেই টুইট মুছে দেন। বরং প্রধানমন্ত্রীর পাশাপাশি করোনা ভ্যাকসিনের সার্টিফিকেটে রাষ্ট্রপতিরও ছবি রাখা উচিৎ বলে দাবি করেছেন তিনি। তাঁর কথায়, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি দেশের প্রধান। তাঁর ছবি থাকাও উচিৎ।

উল্লেখ্য, বিহারে করোনা পরিস্থিতি মারাত্মক আকার নিয়েছে। এমনকী, নদীতেও মৃতদেহ ভাসতে দেখা গিয়েছে। এই ঘটনায় বিহারের নীতীশ কুমারের সরকারের সমালোচনায় সরব হয়েছেন বিরোধীরা। এবার জোট শরিকের এ হেন খোঁচায় অস্বস্তিতে বিহারের বিজেপি জোট।

[আরও পড়ুন: করোনা টিকার ট্রায়ালে এবার শিশুরাও, পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হবে কোভ্যাক্সিন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement