Advertisement
Advertisement

Breaking News

BJP

৩ রাজ্যে বিরাট জয়ের পরও কংগ্রেসের কাছে গোল খেল বিজেপি! কীভাবে?

বল এখন মোদি-শাহর কোর্টে।

BJP Yet to name 3 states Chief Ministers, even after 2 days of results | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:December 5, 2023 9:39 pm
  • Updated:December 5, 2023 9:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩ রাজ্যে বিরাট জয় এসেছে। সংসদ অধিবেশনেও তা নিয়ে বুক বাজাচ্ছে বিজেপি। কিন্তু এসবের মধ্যে একপ্রকার নীরবেই বিজেপিকে গোল দিয়ে গেল কংগ্রেস (Congress)। নির্বাচনী সাফল্য না পেলেও মুখ্যমন্ত্রীর নাম ঘোষণার ক্ষেত্রে সম্ভবত এই প্রথমবার বিজেপির থেকে দ্রুততার সঙ্গে কাজ সারল হাত শিবির।

পাঁচ রাজ্যের মধ্যে কংগ্রেসের হাতে এসেছে শুধু তেলেঙ্গানা (Telangana)। সেরাজ্যেও কংগ্রেসের গোষ্ঠী কোন্দল কম ছিল না। কিন্তু শেষমেশ সব সামলে মঙ্গলবারই মুখ্যমন্ত্রী হিসাবে রেবন্ত রেড্ডির নাম ঘোষণা করে দিয়েছে হাত শিবির। অথচ বিপুল জয়ের পরও তিন রাজ্যের মুখ্যমন্ত্রীদের নাম এখনও ঘোষণা করতে পারেনি বিজেপি। সেটা নিয়ে কংগ্রেস নেতারা অস্ফুটে টিটকিরিও শুরু করে দিয়েছেন। তাঁদের প্রশ্ন, ভোটের ফল ঘোষণার পর দুদিন তো হয়ে গেল, মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা কবে হবে?

Advertisement

[আরও পড়ুন: ভয় দেখিয়ে মমতার সঙ্গছাড়া করা যাবে না! বিধানসভায় হুঙ্কার ফিরহাদের]

আসলে বিজেপি নিজেদের ৩ রাজ্যের মুখ্যমন্ত্রী নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি। বিশেষ করে রাজস্থান এবং ছত্তিশগড়ে বিজেপির মুখ্যমন্ত্রী কে হবেন, তা চূড়ান্ত নয়। দুই রাজ্যেই একাধিক দাবিদার। রাজস্থানে যেমন বসুন্ধরা রাজে, বাবা বালকনাথ (Baba Balak Nath), দিয়া কুমারীদের পাশাপাশি অর্জুন রাম মেঘওয়াল, গজেন্দ্র সিং শেখাওয়াত এমনকী রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের নামও ভাসছে। আবার ছত্তিশগড়ে রমণ সিং এবং রেণুকা সিংয়ের নাম নিয়ে আলোচনা চলছে। এগিয়ে নাকি মহিলা মুখ রেণুকা সিংই। মধ্যপ্রদেশে অবশ্য মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে সবার চেয়ে এগিয়ে শিবরাজ সিং চৌহানই।

[আরও পড়ুন: সমাবেশের অনুমতি দিল না নির্বাচন কমিশন, বিকল্প কর্মসূচি আওয়ামি লিগের]

এখনও মুখ্যমন্ত্রীর নাম নিয়ে বিজেপির (BJP) অন্দরে আলোচনাই চলছে। রাজ্যে রাজ্যে বৈঠক, দিল্লিতে বৈঠক, সবই হচ্ছে। শুধু নাম ঘোষণাই হচ্ছে না। আসলে পুরো সিদ্ধান্তটাই নেবেন মোদি-শাহ। তাঁরাও লোকসভার কথা ভেবেই মুখ্যমন্ত্রীর নাম ঘোষণার চেষ্টা করছেন। সম্ভবত সব দিক বিচার বিবেচনা করতে গিয়েই যত দেরি বিজেপির।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement