Advertisement
Advertisement
Election Commission

হরিয়ানার ভোটের দিন বদলের দাবি বিজেপির, ‘ভয় পাচ্ছে’, কটাক্ষ কংগ্রেসের

অখিল ভারতীয় বিষ্ণোই মহাসভাও মুখ্য নির্বাচন কমিশনারের কাছে চিঠি লিখে ভোটের দিন বদলের দাবি জানিয়েছে।

BJP writes to Election Commission demanding change of poll dates in Haryana
Published by: Subhajit Mandal
  • Posted:August 25, 2024 11:03 am
  • Updated:August 25, 2024 11:19 am  

বিশেষ সংবাদদাতা, নয়াদিল্লি: হরিয়ানা বিধানসভা ভোটের দিনক্ষণ বদলের দাবি বিজেপির। পরাজয়ের ভয়ে ভোটে যেতে চাইছে না, কটাক্ষ কংগ্রেসের। ১৬ আগস্ট মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ঘোষণা করেছিলেন, ১ অক্টোবর এক দফায় হরিয়ানার ৯০টি বিধানসভা আসনের নির্বাচন হবে এবং গণনা হবে ৪ অক্টোবর। তবে, হরিয়ানার বিজেপি সভাপতি মোহনলাল বড়োরি নির্বাচন কমিশনকে চিঠি লিখে ভোটের তারিখ বদলের দাবি জানিয়েছেন।

বিজেপির রাজ্য সভাপতি চিঠিতে লিখেছেন, ২৮ ও ২৯ সেপ্টেম্বর শনি ও রবিবার। মাঝে একটা দিন বাদ দিয়েই ১ সেপ্টেম্বর রাজ্যের ভোটের জন্য ছুটি থাকবে। আবার ২ অক্টোবর গান্ধী জয়ন্তী এবং ৩ অক্টোবর অগ্রসেন জয়ন্তীর ছুটি রয়েছে। এত লম্বা ছুটিতে ভোটাররা বাইরে বেড়াতে চলে যেতে পারে। সেক্ষেত্রে ভোট কম পড়বে বলে চিঠিতে আশঙ্কা প্রকাশ করেছেন মোহনলাল।

Advertisement

[আরও পড়ুন: খুলে যাবে পাকিস্তানের সঙ্গে বাণিজ্যপথ! উপত্যকার নির্বাচনী ইস্তেহারে ঘোষণা মেহবুবার]

এদিকে, ভোটের দিন বদলের জন্য নির্বাচন কমিশনের কাছে একের এক চিঠি নিয়ে তীব্র কটাক্ষ করেছে কংগ্রেস। তাদের প্রশ্ন, ভোট ঘোষণার ১৫ দিন পরে বিজেপির মনে হল যে লম্বা ছুটি পড়ছে। আগে তারা সেটা দেখেনি! কংগ্রেসের দাবি, হরিয়ানায় বিজেপির পরাজয় নিশ্চিত জেনেই বিজেপি ভোটের দিন পাল্টাতে চাইছে।

[আরও পড়ুন: নয়া পেনশন নীতিতে সিলমোহর কেন্দ্রের, কেমন সুবিধা পাবেন অবসরপ্রাপ্তরা?]

শুধু বিজেপিই নয়, অখিল ভারতীয় বিষ্ণোই মহাসভাও মুখ্য নির্বাচন কমিশনারের কাছে চিঠি লিখে ভোটের দিন বদলের দাবি জানিয়েছে। ‌১ অক্টোবর রাজস্থানের বিকানেরে বড় মেলা হয়। সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিষ্ণোই সম্প্রদায়ের মানুষজন হাজির হন। তাই ভোটের দিন পাল্টানোর দাবি তাদের। আবার মোহনলালের চিঠিতেও এই মেলার উল্লেখ রয়েছে। তিনি বলেছেন, হরিয়ানায় বিষ্ণোই সম্প্রদায়ের বহু মানুষ রয়েছে। যারা রাজস্থানের মুকাম ধামের অসৌজ-র মেলায় যান, যা বিষ্ণোই সম্প্রদায়ের বড় ধর্মীয় অনুষ্ঠান। কংগ্রেস অবশ্য নির্বাচনের দিন বদলের সমস্ত দাবিকেই বিজেপির কৌশল বলেই মনে করছে। কংগ্রেসের দাবি, বিজেপি নিজেদের ভোটের দিন পালটানোর দাবিকে পোক্ত করতেই বিভিন্ন সংগঠনকে দিয়েও কমিশনের কাছে একই দাবির চিঠি পাঠাচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement