Advertisement
Advertisement

Breaking News

Gujarat BJP

মন জয় করতে ময়দানে মোদি, তবু গুজরাটে আদিবাসী ভোট নিয়ে চিন্তায় বিজেপি

আদিবাসী অধ্যুষিত এলাকায় এবার লড়াই ত্রিমুখী।

BJP worried about tribal vote in Gujarat | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:November 19, 2022 12:15 pm
  • Updated:November 19, 2022 12:16 pm  

নন্দিতা রায়, নয়াদিল্লি: আসন্ন গুজরাট নির্বাচনে (Gujarat Assembly Election) আদিবাসী ভোট (Tribal Vote) নিয়ে চিন্তার ভাঁজ বিজেপির (BJP) কপালে। রাজ্যে তপসিলী উপজাতিদের জন্য ২৭টি আসন সংরক্ষিত। এছাড়াও ১৪টি জেলাতে আদিবাসী ভোট একপ্রকার নির্ণায়ক ভূমিকা পালন করে। আদিবাসীদের হাতে প্রায় ১৫ শতাংশ ভোট। অথচ রাজ্যে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা সত্ত্বেও গুজরাটে বিজেপি কোনও আদিবাসী ‘মুখ’কে নেতা হিসেবে তুলে ধরতে পারেনি।

বস্তুত, একসময়ে আদিবাসীদের জন্য সংরক্ষিত ২৭টি আসনে কংগ্রেসের (Congress) বড় প্রভাব ছিল। যার মধ্যে ২০১৭ সালের নির্বাচনে ১৭টি গিয়েছিল কংগ্রেসের ঘরে। পরে অবশ্য তার মধ্যে থেকে পাঁচ জন বিজেপিতে যোগ দেন। কংগ্রেস এবার সেখানে দুর্বল হয়েছে। কিন্তু তাতে বিজেপির খুব একটা সুবিধা হয়নি। এই আসনগুলিতে এবার ত্রিমুখী লড়াই। কংগ্রেস ও বিজেপির সঙ্গেই ঢুকে পড়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি।

Advertisement

[আরও পড়ুন: খোদ বিদেশমন্ত্রকে পাক চর! গাড়িচালকের গ্রেপ্তারিতে চাঞ্চল্য]

আদিবাসী অধ্যুষিত এলাকায় নিজেদের জমি শক্ত করতে গেরুয়া শিবির বহুদিন থেকেই চেষ্টা করেছে। নর্মদা জেলার কেভাডিয়াতে স্ট্যাচু অফ ইউনিটি স্থাপন করে সেখানে আদিবাসীদের উন্নয়ন সংক্রান্ত মডেল হিসেবেও তুলে ধরার চেষ্টা করা হয়েছিল। তবে, বিজেপি তাতে আদিবাসীদের মন কতটা পেয়েছে তা নিয়ে রীতিমতো সন্দেহ রয়েছে। কারণ, মূর্তির জায়গা নিয়ে আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত হয়েছিল। স্ট্যাচু অফ ইউনিটিকে সামনে রেখে কর্মসংস্থানের যে স্বপ্ন সেখানকার আদিবাসী সমাজকে দেখানো হয়েছিল তার বাস্তবায়ন নিয়ে তাঁরা মোটেই সন্তুষ্ট নয়। বেকারত্ব, স্বাস্থ্য পরিষেবা, তাদের জন্য শিক্ষার ব্যবস্থা ইত‌্যাদি মৌলিক বিষয়গুলি নিয়ে আদিবাসীদের দাবি রয়েছে। সঙ্গে রয়েছে পঞ্চায়েত (তপসীলি এলাকার সম্প্রসারণ) আইনের বাস্তবায়নের দাবি। যা আদিবাসীদের জমির মালিকানার অধিকার দেওয়ার সঙ্গে যুক্ত।

আদিবাসীদের মন জয় করতে মাঠে নেমেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। গুজরাট নির্বাচনের প্রচারের শুরুতেই ‘এ ফর আদিবাসী’ বলে স্লোগানও দিয়েছেন মোদি। শুধু গুজরাট নয়, মধ্যপ্রদেশ, মহরাষ্ট্র, ঝাড়খণ্ড, ওড়িশার মতো রাজ্যগুলির আদিবাসী ভোটের কথা মাথায় রেখেই রাষ্ট্রপতি হিসেবে সরকারপক্ষ তথা বিজেপি এবার তাদের সমাজের প্রতনিধিকে তুলে ধরেছে বলেই রাজনৈতিকমহল ব্যাখ্যা। কিন্তু তার উপরে ভর করেই আদিবাসীদের সঙ্গে নিয়ে বিজেপি অনায়াসে ভোট বৈতরণী পার করে ফেলবে এমনটা প্রত্যাশা না করাই ভাল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement