Advertisement
Advertisement
Odisha Jan Samvad Rally

‘করোনার সময় ১১ কোটি মানুষকে খাইয়েছেন বিজেপি কর্মীরা’, দাবি অমিত শাহের

জেপি নাড্ডার নেতৃত্বে বিজেপি নতুন ইতিহাস তৈরি করল বলেও উল্লেখ করেন তিনি।

BJP workers provided food to over 11 crore people during COVID-19
Published by: Soumya Mukherjee
  • Posted:June 8, 2020 7:46 pm
  • Updated:June 11, 2020 4:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা (Corona) মহামারির এই ভয়াবহ সময়ে দেশের ১১ কোটি মানুষের জন্য খাবারের ব্যবস্থা করেছেন বিজেপি কর্মীরা। সোমবার ভারচুয়াল ওড়িশা জন সংবাদ সভার সময় এই দাবিই করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সোমবার দিল্লিতে অবস্থিত বিজেপির সদর দপ্তর থেকে এই ভারচুয়াল জনসভায় অংশ নিয়েছিলেন অমিত শাহ। তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ও ওড়িশার দায়িত্বপ্রাপ্ত নেতা ধর্মেন্দ্র প্রধান। এই জনসভায় বক্তব্য রাখতে গিয়ে করোনা মহামারির সময় বিজেপি কর্মীরা খুব ভাল কাজ করেছেন বলে উল্লেখ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘কোটি কোটি বিজেপি কর্মী ১১ কোটির বেশি মানুষের একবেলার খাবারের ব্যবস্থা করেছেন। এর জন্য আমি বিজেপি সভাপতি জেপি নাড্ডা জি ও সমস্ত দলীয় কর্মীকে ধন্যবাদ জানাচ্ছি। বিপর্যয়ের এই সময়ে একজন দলীয় কর্মী পরিযায়ীদের সাহায্য করছেন এই দৃশ্য আমাকে গর্বিত করেছে। এর জন্য আমি আন্তরিকভাবে দলের সভাপতি, তাঁর টিমের লোকজন ও সমস্ত দলীয় কর্মীকে অভিনন্দন জানাই।’

[আরও পড়ুন: করোনার কোপ চাকরিতে, প্রায় ৫ লক্ষ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা রেলের ]

জন সংবাদ জনসভা সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ‘মানুষের সমস্যা অনুভব করার জন্যই জন সংবাদ সভার আয়োজন করেছি আমরা। মানুষের জন্য আমরা কাজ করছি। করোনা ভাইরাসের মানবতার পক্ষে একটি চ্যালেঞ্জ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দিয়েছেন। কিন্ত, এটা কখনই মানুষ ও বিজেপির মধ্যে দূরত্ব সৃষ্টি করতে পারেনি। আজকে জাতীয় সভাপতি জেপি নাড্ডার নেতৃত্বে ভারচুয়াল সভার মাধ্যমে আমরা মানুষের সঙ্গে যোগাযোগ রাখছি। আমার মনে হচ্ছে নাড্ডাজির নেতৃত্বে যে ট্র্যাডিশন চালু হল, তাতে গোটা বিশ্ব দেখছে মহামারির সময়ে একটি রাজনৈতিক দল কীভাবে মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে।’

[আরও পড়ুন: নিরাপত্তায় বজ্র আঁটুনি, প্রধানমন্ত্রীর জন্য আসছে দুই অত্যাধুনিক বিমান]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement