Advertisement
Advertisement

Breaking News

উর্মিলা মাতণ্ডকর, Urmila Matondkar

হিন্দুত্ব নিয়ে বিতর্কিত মন্তব্য, উর্মিলার বিরুদ্ধে আইনি ব্যবস্থা বিজেপির

উর্মিলার জনপ্রিয়তায় ভয় পেয়েছে বিজেপি, তোপ মহারাষ্ট্র কংগ্রেসের মুখপাত্র শচীন সাওয়ান্তের৷

BJP worker files police complaint against Urmila Matondkar
Published by: Sayani Sen
  • Posted:April 8, 2019 11:11 am
  • Updated:April 22, 2019 6:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটের আবহে বেফাঁস মন্তব্য করে বিতর্কে কংগ্রেসের তারকা প্রার্থী উর্মিলা মাতণ্ডকর৷ ইতিমধ্যেই এই ঘটনার জল গড়িয়েছে থানা পর্যন্ত৷ বেফাঁস মন্তব্যের অভিযোগে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন বিজেপি নেতা৷ সেই ক্ষোভের আগুনে আবারও ঘি ঢাললেন অভিনেত্রী৷ বিজেপি নেতার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন বলে পালটা দাবি উর্মিলার৷

মুম্বই (উত্তর) থেকে কংগ্রেসের প্রার্থী উর্মিলা। প্রচারে নেমে একাধিকবার বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি। বহুবার বিজেপির হিন্দুত্ব নীতিকেও আক্রমণ করেছেন কংগ্রেসের তারকা প্রার্থী। এমনই এক বক্তব্য রাখতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘‘বর্তমান পরিস্থিতিতে হিংসা আর গভীর অসহিষ্ণুতা দানা বাঁধছে। গত ৫ বছরে তা আরও বেড়েছে। যা চলছে বর্তমানে তা অসহনীয়।’’ আক্রমণের ঝাঁজ আরও বাড়িয়ে এরপর উর্মিলা বলেন, ‘‘যে ধর্ম সহিষ্ণুতার জন্য পরিচিত৷ লোকমান্য তিলক, গান্ধীজি, বিবেকানন্দ এবং সর্দার প্যাটেলের জন্য বিখ্যাত হিন্দু ধর্ম৷ আমি ভালবাসা, শ্রদ্ধায় বিশ্বাসী৷ হিন্দুত্বেও সমান বিশ্বাসী৷ বিজেপি যেভাবে হিন্দুত্বকে সকলের সামনে তুলে ধরার চেষ্টা করছে তা আসল নয়৷ এই হিন্দু ধর্মই এখন সবচেয়ে বেশি হিংসাত্মক। আর এই কারণে আমি নরেন্দ্র মোদির সরকারকে অপছন্দ করি।’’

Advertisement

[আরও পড়ুন: সবচেয়ে উগ্র হিন্দুধর্ম, বিতর্কিত মন্তব্য করে কটাক্ষের শিকার উর্মিলা]

urmila

উর্মিলার এই মন্তব্যকে হাতিয়ার করে পালটা জোরাল আক্রমণ শানিয়েছে গেরুয়া শিবির৷ পুলিশের দ্বারস্থ হয়েছেন সুরেশ নাখুয়া নামে এক বিজেপি নেতা৷ তাঁর দাবি, হিন্দু ধর্মের মানুষদের ভাবাবেগে আঘাত করেছেন উর্মিলা৷ তাই তাঁর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত৷ শুধু কংগ্রেস প্রার্থীই নয়, যে সাংবাদিকের প্রশ্নের উত্তরে উর্মিলা হিন্দুত্বকে আক্রমণ করেছেন, তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি৷

[ আরও পড়ুন: কপালে জুটেছে ডি-ভোটার তকমা, অসমে ভোট দিতে পারবেন না ১.২ লক্ষ মানুষ]

URMILA

[ আরও পড়ুন: উত্তরপ্রদেশে বিরিয়ানির প্যাকেট নিয়ে কংগ্রেস কর্মীদের মারামারি, গ্রেপ্তার ৯]

সপ্তদশ লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটের দিকে ক্রমেই এগিয়ে যাচ্ছে দেশ। মুম্বইয়ে ২৯ এপ্রিল ভোটগ্রহণ। আপাতত জমিয়ে নির্বাচনী প্রচার সারছেন মুম্বই (উত্তর) লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী৷ তবে হাজার ব্যস্ততার মাঝেও বিরোধীদের জবাব দিতে ছাড়েননি তিনি৷ বিজেপি নেতার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলেই তোপ দাগেন তারকা প্রার্থী৷ উর্মিলার জনপ্রিয়তায় ভয় পেয়ে গিয়েছেন বিজেপি৷ তাই এভাবে ছোট্ট বিষয়ে একটি বড় ইস্যু বানানো হচ্ছে বলেই দাবি মহারাষ্ট্র কংগ্রেসের মুখপাত্র শচীন সাওয়ান্তের৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement