সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রত্যাশা মতোই গুজরাটের (Gujarat) পুর নির্বাচনে গেরুয়া ঝড়। ৫৭৫ আসনের মধ্যে সাড়ে তিনশোরও বেশি আসন দখল করল বিজেপি (BJP)। আগামী বছর গুজরাট বিধানসভা নির্বাচনের আগে এই ফলাফল স্বাভাবিকভাবেই স্বস্তিতে রাখবে বিজেপিকে। তাৎপর্যপূর্ণভাবে বিজেপির গড়ে প্রথমবার খাতা খুলল ওয়েইসির AIMIM। কংগ্রেসের চেয়ে ভাল করেছে আপ।
গত রবিবার গুজরাটের ৬ পুরসভা মোট ৫৭৫ আসনে ভোটগ্রহণ হয়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভোট পড়েছিল ৪৬.০১ শতাংশ। কোভিড প্রোটোকল মেনে মঙ্গলবার সকাল থেকে শুরু হয় ভোটগণনা। শেষ পাওয়া খবর অনুযায়ী, বিজেপির দখলে এসেছে ৩৬৫টি আসন। এর মধ্যে আহমেদাবাদ পুরসভার ১৯২টি আসনের মধ্যে গেরুয়া শিবিরের দখলে ৭২টি আসন। কংগ্রেস পেয়েছে মাত্র ১২টি। উল্লেখযোগ্যভাবে এই পুরসভার জামালপুরের ৪টি আসনে জয় পেয়েছে ওয়েইসির দল। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
সুরাট (Surat) পুরসভার ১২০টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ৯৩টি আসন। ভাদোদরার ৭৬টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ৪৮টি এবং কংগ্রেস পেয়েছে ৭টি আসন। রাজকোট পুরসভায় রয়েছে ৭২টি আসন। এর মধ্যে ৬৮টি পেয়েছে বিজেপি। কংগ্রেস পেয়েছে মোট ৪টি আসন। ভাবনগরে ৫২টি আসনের মধ্যে ৪৪টি পেয়েছে বিজেপি, ৮টি পেয়েছে কংগ্রেস। সব মিলিয়ে প্রত্যাশিতভাবেই এদিন গেরুয়া ঝড়ে কার্যত উড়ে গিয়েছে বিরোধীরা।
বিজেপির জয়ে স্বাভাবিকভাবে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। টুইট করে দলীয় কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। তবে আপের ফল বেশ তাৎপর্যপূর্ণ বলে জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি জানান, “গুজরাটের মানুষ দিল্লির মতো পরিষেবা চাইছে।”
પોરબંદરમાં મત્સ્ય બંદરના નવા સ્થળની બાબતને લઈને કોંગ્રેસે જે વિવાદ ઉભો કર્યો છે તે માત્રને માત્ર સ્થાનિક સ્વરાજ્ય સંસ્થાઓની ચૂંટણીઓના સમયમાં માછીમાર બંધુઓને ગેરમાર્ગે દોરવાનો પ્રયાસ છે.
— Vijay Rupani (@vijayrupanibjp) February 23, 2021
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.