Advertisement
Advertisement

Breaking News

BJP Rajasthan

বিধানসভা নির্বাচনের আগে ধাক্কা কংগ্রেসের, রাজস্থানের পুরনিগমে গেরুয়া ঝড়

কংগ্রেসের পতন নিশ্চিত করেছেন মানুষ, দাবি বিজেপি নেতৃত্বের।

BJP wins many seats in urban local body election in Rajasthan ahead of Assembly polls | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:May 9, 2023 12:36 pm
  • Updated:May 9, 2023 12:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরের শেষেই বিধানসভা নির্বাচন। তার আগেই ধাক্কা খেল রাজস্থানের (Rajasthan) কংগ্রেস সরকার। রাজ্যের ১২টি উপনির্বাচনে ভাল ফল করল বিজেপি। সোমবার ফল প্রকাশের পর দেখা যায়, ১৪টি আসনের মধ্যে ৮টিতে জয় পেয়েছে গেরুয়া শিবির। কংগ্রেসের (Congress) দখলে গিয়েছে মাত্র ৪টি আসন। বিধানসভা নির্বাচনের আগে সাফল্য পেয়ে স্বভাবতই খুশি বিজেপি (BJP) শিবির।

রাজস্থানের ১২টি জেলায় স্থানীয় পুর নিগমের ১৪টি আসনে উপনির্বাচন হয়েছিল রবিবার। পরের দিনই গণনার শেষে জানা যায়, নির্বাচনের আটটি আসনে জয় পেয়েছেন বিজেপি প্রার্থীরা। চারটি আসন পেয়েছে কংগ্রেস। নির্দল প্রার্থীদের দখলে গিয়েছে দু’টি আসন। বিধানসভা নির্বাচনের আগেই কংগ্রেসের বিরুদ্ধে জয় পেয়ে উচ্ছ্বসিত গেরুয়া শিবির। রাজস্থান বিজেপি প্রধান সিপি জোশী বলেন, কংগ্রেস সরকারের পতন হবে, মানুষই সেই ঘোষণা করে দিয়েছেন।

Advertisement

[আরও পড়ুন: কসবার নার্সিংহোমে লিফট দুর্ঘটনায় মৃত্যু মহিলা চিকিৎসকের, সংকটজনক স্বামী]

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই রাজস্থানে চরম অন্তর্দ্বন্দ্বে ভুগছে কংগ্রেস। রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের বিরুদ্ধে একাধিকবার বিক্ষোভ দেখিয়েছেন শচীন পাইলট। সরকার পড়ে যাওয়ার মতো পরিস্থিতিও তৈরি হয়েছে রাজস্থানে। শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপে কোনওমতে সামাল দেওয়া গিয়েছে কঠিন পরিস্থিতি। আগামী নির্বাচনের আগে রাজস্থানে বেশ কঠিন চ্যালেঞ্জের মুখে কংগ্রেস।

এহেন পরিস্থিতিতে বিতর্কিত মন্তব্য করেন গেহলট। বিজেপি নেত্রী বসুন্ধরা রাজের কেন্দ্রে গিয়ে তিনি বলেন, “২০২০ সালে রাজস্থানে নির্বাচিত সরকার ফেলে দেওয়ার চক্রান্ত করছিল বিজেপি (BJP)। অমিত শাহ, গজেন্দ্র সিং শেখাওয়াত ও ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে পরিকল্পনা করে কংগ্রেস নেতাদের উসকানি দেওয়া হয়েছিল। তবে বিজেপির চক্রান্তে সাহায্য করেননি রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা। সেই জন্যই ২০২০ সালে কংগ্রেস সরকার পড়ে যায়নি।” এই মন্তব্যের জেরে গেহলটকে তোপ দাগেন বসুন্ধরা ও গজেন্দ্র সিং শেখাওয়াত।

[আরও পড়ুন: ‘বিশ্বাস ছিল, রিঙ্কু ঠিক জিতিয়েই ফিরবে’, রুদ্ধশ্বাস ম্যাচের পর জানালেন রাসেল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement