সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুজরাটের রাজ্যসভার উপনির্বাচনে দুটি আসনেই জিতল বিজেপি। একটি আসনে জিতেছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। অপর আসনটিতে জিতেছেন যুগল কিশোর ঠাকোর। কংগ্রেস প্রার্থী চন্দ্রিকা চুদাসমা এবং গৌরব পাণ্ডিয়াকে হারিয়েছেন বিজেপির দুই প্রার্থী। জয়ের ফলে মন্ত্রী হওয়ার এক মাস পরে সাংসদ হলেন এস জয়শংকর।
প্রথম মোদি সরকারের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের অধীনে সচিব ছিলেন এস জয়শংকর। মূলত, তাঁর মধ্যস্থতাতেই প্রায় তলানিতে ঠেকে যাওয়া ভারত-চিন সম্পর্ক পুনরায় মসৃণ পথে ফিরেছে। নতুন সরকার গঠনের সময় কার্যত সবাইকে চমকে দিয়েই জয়শংকরকে বিদেশমন্ত্রী করা হয়। মন্ত্রী হওয়ার এক সপ্তাহ পরে সরকারিভাবে বিজেপির সদস্য হন জয়শংকর। মন্ত্রিত্ব পাওয়ার ঠিক একমাস বাদে নির্বাচিত হলেন সাংসদ। তবে, তাঁর সাংসদ নির্বাচিত হওয়া নিয়েও রয়েছে বিতর্ক। নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে হাই কোর্টে আবেদন করতে চলেছে কংগ্রেস।
স্মৃতি ইরানি এবং অমিত শাহ দু’জনেই লোকসভায় নির্বাচিত হওয়ার পর রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন। ফলে গুজরাটের এই দুই আসনে উপনির্বাচন জরুরি হয়ে পড়ে। এই দুই আসনে উপনির্বাচনের জন্য আলাদা আলাদাভাবে বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন। কংগ্রেসের দাবি, যেহেতু দুই আসনে একসঙ্গে নির্বাচন হচ্ছে, তাই দুটি আসনের জন্য পৃথক বিজ্ঞপ্তি বা পৃথক নির্বাচন প্রক্রিয়া অপ্রয়োজনীয়। বিজেপিকে সুবিধা পাইয়ে দিতেই আলাদা আলাদা নির্বাচনের আয়োজন করেছে কমিশন। এই অভিযোগ তুলে কংগ্রেস সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয়েছিল। তবে, শীর্ষ আদালত এ বিষয়ে হস্তক্ষেপ না করে হাই কোর্টে আবেদনের নির্দেশ দেয় কংগ্রেসকে। আপাতত কং নেতারা হাই কোর্টের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
আসলে, গুজরাট বিধানসভায় এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে দুই আসনের নির্বাচন একসঙ্গে হলে একটি আসন বিজেপি জিতলেও অপর আসনটি যেত কংগ্রেসের দখলে। কিন্তু, আলাদা আলাদা নির্বাচন হওয়ায় ১০৪টি করে ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিজেপিরই দুই প্রার্থী। বিজেপির তরফে নিজেদের নির্বাচিত বিধায়কদের পাশাপাশি ভোট দিয়েছেন এনসিপির এক সদস্য এবং ভারতীয় ট্রাইবাল পার্টির দুই বিধায়ক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.