Advertisement
Advertisement

Breaking News

এনআরসি

‘৩৭১ ধারায় হাত দেবে না বিজেপি’, NRC পরবর্তী অসম সফরে বার্তা অমিতের

এনআরসি-র তালিকা প্রকাশের পর প্রথমবার অসমে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷

'BJP will not touch Article 371', Amit Shah announced in Assam
Published by: Tanujit Das
  • Posted:September 8, 2019 4:30 pm
  • Updated:September 8, 2019 4:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্কিত ৩৭০ নম্বর ধারার অবলুপ্তি ঘটিয়ে জম্মু-কাশ্মীরের উপর থেকে বিশেষ রাজ্যের মর্যাদা উঠিয়ে নিলেনও, হাত পড়বে না ৩৭১ নম্বর ধারায়৷ গুয়াহাটিতে অনুষ্ঠিত নর্থ-ইস্ট কাউন্সিলের ৬৮তম প্লেনারি সেশনে যোগ দিয়ে কেন্দ্রের এই অবস্থানই স্পষ্ট করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ সাফ জানালেন, বিজেপি কোনও দিন ৩৭১ ধারা স্পর্শ করবে না৷

[ আরও পড়ুন:  বীরবিক্রমে ফিরে এল ‘বিক্রম’, কী হতে পারে ল্যান্ডারের ভবিষ্যৎ?]

Advertisement

এদিনের অনুষ্ঠান মঞ্চে, বেশ কিছুক্ষণ ৩৭১ নম্বর ধারার পক্ষে সওয়াল করতে শোনা যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে৷ তিনি বলেন, ‘‘৩৭১ ধারা হল ভারতীয় সংবিধান প্রদত্ত একটি বিশেষ মর্যাদা৷ ৩৭১ ধারাকে সম্মান করে বিজেপি এবং সরকারের এই অবস্থান কোনওদিন বদলাবে না৷’’ জানা গিয়েছে, ৩৭০ ধারাতে যেমন জম্মু-কাশ্মীরকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছে৷ পররাষ্ট্র, অর্থ ও বিদেশনীতির মতো কয়েকটি বিষয় ছাড়া ওই রাজ্যে বিধানসভার হাতে বিশেষ ক্ষমতা ন্যস্ত করা হয়েছে৷ তেমনই, ৩৭১ ধারাতেও উত্তর-পূর্বের রাজ্যগুলিকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে৷ ৩৭১বি ধারায় অসমের জন্য কয়েকটি বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হয়েছে৷ এই ধারায় অসমের উপজাতি সম্প্রদায়গুলির স্বার্থ রক্ষা করা হয়েছে৷পাশাপাশি, এদিন ঘুরিয়ে আবারও এনআরসির পক্ষে সওয়াল করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ হুঙ্কার দিয়ে জানান, দেশের একজন অনুপ্রবেশকারীকেও থাকতে দেবে না সরকার৷

[ আরও পড়ুন: সরকারি হাসপাতালে মিলবে না বিনামূল্যের চিকিৎসা, নয়া ফরমান ত্রিপুরায় ]

উল্লেখ্য, গত ৩১ আগস্ট অসমে প্রকাশিত হয়েছে চূড়ান্ত এনআরসি তালিকা৷ যেখানে বাদ গিয়েছে রাজ্যের ১৯ লক্ষ মানুষের নাম৷ এরপরই সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধীদের মধ্যে কেন্দ্রের বিরুদ্ধে তৈরি হয় প্রবল ক্ষোভ৷ অভিযোগ ওঠে, এনআরসিতে বাদ গিয়েছে বিপুল পরিমাণ হিন্দু বাঙালির নাম৷ যার ফলে ভোট ব্যাংক নিয়ে চিন্তা বেড়েছে গেরুয়া শিবিরের৷ এমতো পরিস্থিতিতে এনআরসি-র চূড়ান্ত তালিকা প্রকাশের পর, এদিনই প্রথমবারের জন্য অসমে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ সূত্রের খবর, নর্থ-ইস্ট কাউন্সিলের ৬৮তম প্লেনারি সেশনে যোগ দেওয়ার পাশাপাশি, এদিন অসমের বিজেপি নেতৃত্বের সঙ্গেও কথা বলবেন তিনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement