সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকমাস ধরে গোয়াতে বৃদ্ধি পেয়েছে মাদক পাচারের ঘটনা। এই সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বেশ কয়েকটি অপরাধও সংঘটিত হয়েছে। ফলে প্রবল উত্তেজনা তৈরি হয়েছে রাজ্যের রাজনৈতিক মহলে। এই নিয়ে বিতর্কের মাঝেই এবার প্রমোদ সাওয়ান্তের নেতৃত্বাধীন বিজেপি সরকার গোয়াকে মাদকের স্বর্গরাজ্যে পরিণত করেছে বলে অভিযোগ জানাল কংগ্রেস।
রবিবার একটি টুইট করে এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হস্তক্ষেপ করার অনুরোধও জানান গোয়ার কংগ্রেস সভাপতি গিরীশ চোডানকার (Girish Chodankar)। পাশাপাশি গত বছর দিল্লিতে গোয়ার প্রাক্তন ডিজিপি প্রণব নন্দার রহস্যজনক মৃত্যুর পিছনে গোয়ার মাদক কারবারীদের চক্রান্ত রয়েছে বলেও তিনিও অভিযোগ করেন। এই বিষয়টি উল্লেখ করে টুইট করেন, ‘গত বছরের নভেম্বরে দিল্লিতে নামার পরেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান গোয়ার তৎকালীন ডিজিপি প্রণব নন্দা ((Pranab Nanda)। আমি এই রহস্যজনক মৃত্যুর ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চাইছি। তিনি একজন দক্ষ ও সৎ অফিসার ছিলেন এবং গোয়ার বিভিন্ন মাদক সংক্রান্ত মামলার তদন্ত করছিলেন। তাই সম্পূর্ণ সুস্থ একজন মানুষের আচমকা হৃদরোগে কেন মৃত্যু হল তা জানার জন্য সঠিক তদন্ত হওয়া উচিত।’
এবিষয়ে তিনি আরও দাবি করেন, ‘বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পেরেছি ডিজিপি (DGP) প্রণব নন্দা মাদক সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মামলার তদন্ত করছিলেন। যে মামলায় গোয়ার উপকূলবর্তী এলাকার একজন খুব বড় ব্যবসায়ীকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ ওঠে কয়েকজন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে। ওই ব্যবসায়ীকে ব্ল্যাকমেল করারও অভিযোগ উঠেছিল অভিযুক্তদের বিরুদ্ধে। ডিজিপি সেই মামলার তদন্তের একদম শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন। সেই জন্যই কি তাঁকে রহস্যজনকভাবে মারা যেতে হল? সত্য প্রকাশ পেলে কি মুখ্যমন্ত্রী বা অন্য মন্ত্রীদের কাউকে অস্বস্তিতে পড়তে হত?’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.