Advertisement
Advertisement
মুকুল রায়

শুরু বাংলা জয়ের তোড়জোড়, মুকুল রায়কে ছাড়াই দিল্লিতে বিজেপির প্রস্তুতি বৈঠক

তবে কি মুকুলে মোহ ভঙ্গ হয়েছে গেরুয়া শিবিরের?

BJP top brass meeting held at Delhi, Mukul Roy's absence sparks speculation
Published by: Monishankar Choudhury
  • Posted:July 24, 2020 9:09 am
  • Updated:July 24, 2020 8:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২১-এ বাংলা দখলে মরিয়া বিজেপি। তাই আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে গেরুয়া শিবিরে তুঙ্গে তৎপরতা। সেই মর্মে বৃহস্পতিবার একুশের বিধানসভা নির্বাচন প্রস্তুতি নিয়ে রাজ্য নেতাদের সঙ্গে বৈঠক করেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তাৎপর্যপূর্ণভাবে, সেই বৈঠকে উপস্থিত ছিলেন না বিজেপি নেতা মুকুল রায়। আর এতেই শুরু হয়েছে জোর জল্পনা। প্রশ্ন উঠছে, তবে কি মুকুলে মোহ ভঙ্গ হয়েছে গেরুয়া শিবিরের?

[আরও পড়ুন: চোরাই বন্দুক বেচতে ওয়েবসাইট! লালগড় অস্ত্রচুরি কাণ্ডে চক্ষু চড়কগাছ পুলিশের]

বাংলায় বিধানসভা নির্বাচন নিয়ে দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে ৩ দিনের বৈঠক চলছে রাজ্য বিজেপি নেতাদের। তারই মধ্যে বৃহস্পতিবার আসরে উপস্থিত ছিলেন না মুকুল রায়। সূত্রের খবর, শুক্রবার তিনি কলকাতা ফিরে আসছেন। এদিকে, স্বাভাবিকভাবেই মুকুলের অনুপস্থিতি চোখ এড়ায়নি কারোরই। ফলে শুরু হয়েছে তীব্র জল্পনা। তবে বিষয়টিকে তেমন গুরুত্ব দিতে নারাজ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর কথায়, “গতকাল বৈঠকে ছিলেন মুকুল রায়। করোনার জন্য উনি কয়েকদিন একটু দূরত্ব বজায় রাখছেন। কালই বলেছেন, আজ আসতে পারবেন না। সম্ভবত তিনি কলকাতা চলে যাচ্ছেন।” তবে দিলীপ ঘোষ বিষয়টিকে উড়িয়ে দিলেও বিষয়টা কি শুধু করোনা কেন্দ্রিক না এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা নিয়ে যথারীতি আলোচনা শুরু হয়েছে। জানা গিয়েছে, বৈঠকে রাজ্য নেতৃত্বের কাজকর্ম নিয়ে উষ্মাপ্রকাশ করেন কেন্দ্রীয় নেতৃত্ব। বৈঠকে উত্তরবঙ্গের বিষয়ে কথা হয়। 

Advertisement

উল্লেখ্য, একদিকে যেমন নির্বাচন নিয়ে তৎপর বিজেপি, তেমনি পশ্চিমবঙ্গে ঘুঁটি সাজাচ্ছে রাজ্যের শাসকদল। একুশের বিধানসভা লড়াইয়ের আগে সাংগঠনিক স্তরে বড়সড় রদবদল করেছে তৃণমূল কংগ্রেস। কার্যত ঢেলে সাজানো হচ্ছে সংগঠনকে। মাওবাদী সন্দেহে দীর্ঘকাল জেলবন্দি থাকার পর গত বছর মুক্ত হওয়া ছত্রধর মাহাতোকে (Chhatradhar Mahato) সরাসরি নিয়ে আসা হয়েছে তৃণমূলের রাজ্য কমিটিতে। দেওয়া হয়েছে সম্পাদকের পদ। এই সংযোজন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ। পাকাপোক্ত পরিকল্পনা করেই তাঁকে রাজনীতি মূল স্রোতে আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনটাই মনে করা হচ্ছে। এছাড়া রাজ্য কমিটির নতুন সদস্য হলেন অমিত মিত্র, সৌগত রায়, রাজীব বন্দ্যোপাধ্যায়, সুকুমার হাঁসদা। ২১ জনের রাজ্য কমিটির অধিকাংশেই ঠাঁই পেয়েছেন নতুনরা।

[আরও পড়ুন: রেলের আয় বাড়াতে টিকিট পরীক্ষা ছেড়ে বাজারে ঘুরছেন টিটিই, আসরে বুকিং ক্লার্করাও]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement